‘বাংলার মাটি থেকেই আজ আওয়াজ তুলছে গোটা দেশ। এবারের লোকসভাতেই মোদী সরকারকে উৎখাত করতে হবে৷’ আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ব্রিগেডের মঞ্চে যোগ দিয়ে দেশবাসীর কাছে আবেদন লোকতান্ত্রিক জনতা দলের প্রধান শরদ যাদবের৷ স্বাধীনতায় বাঙালির ভূমিকার কথা তুলে ধরে এবং একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে মমতার লড়াই প্রসঙ্গে বলতে গিয়েই এ কথা বলেন এই বর্ষিয়ান রাজনীতিক৷
এদিন ইউনাইটেড ইন্ডিয়া র্যালির দশম বক্তা ছিলেন বিহারের এই নেতা৷ তার আগে বক্তব্য পেশ করেন বাজপেয়ীর মন্ত্রিসভার দুই মন্ত্রী যশবন্ত সিং এবং অরুন শৌরি৷ ছিলেন জিগনেশ, হার্দিক, জয়ন্তের মতো নবপ্রজন্মও৷ তারা একযোগে মোদী সরকারের সমালোচনা করে কেন্দ্রে বদলের ডাক দেন৷ তাদের আহ্বান বিরোধীদের একজোট হতে হবে৷ সেই সুরেই সুর মেলান বিহারের এই কৃষকনেতা৷ তিনি বলেন, ‘দেশ সংকটে৷ মুক্তি চাই এই অবস্থা থেকে৷ উপায় একটাই, সবাইকে একজোট হতে হবে৷ তবেই দেশ থেকে মোদী সরকার নামক কালো মেঘ সরে যাবে৷’
তাঁর অভিযোগ, ‘মোদী সরকারের আমলে জিএসটি, নোটবন্দি হয়েছে৷ ফলে ব্যবসা ধসে পড়েছে৷ বিপর্যস্ত ভারতীয় অর্থনীতি৷ দেশে কর্মসংস্থান নেই৷ গভীর সংকটে দেশ৷’ এই অবস্থা থেকে মুক্তির জন্য তাঁর দাওয়াই, দলের স্বার্থ ভুলে একজোট হতে হবে বিরোধীদের৷ তবেই শাপমুক্তি হবে।’ বক্তব্যের শেষের দিকে রাফাল চুক্তি নিয়েও বিজেপির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন শরদ৷ রাফাল চুক্তি দেশের এবং প্রধানমন্ত্রী মোদীর অন্যতম দুর্নীতি বলে দাবি করেন তিনি৷ কৃষকদের বঞ্চনার কথা তুলে ধরেও মোদীকে তুলোধোনা করতে কসুর করেননি তিনি।