প্রতিবেদন : সামনে ছিল অনন্য নজিরের হাতছানি। কিংবদন্তি ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড থেকে তিনি ছিলেন মাত্র ৩৩ রান দূরে। যেভাবে খেলছিলেন, তাতে সেই রান টপকে যাওয়া কার্যত অনায়াস ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডারের কাছে। কিন্তু বিরল এই নজির তৈরির মোহ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন তিনি। ডিক্লেয়ার করে দেন ইনিংস। অপরাজিত থেকে যান ৩৬৭ রানেই। পরে জানান, টেস্টে চারশো রানের নজিরটা ব্রায়ান লারার মতো কিংবন্তির নামের পাশেই মানায়। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং লারা। জানা গিয়েছে, মুল্ডারকে ফোন করেছেন তিনি।
সম্প্রতি জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের আগে ৩৬৭ রানে অপরাজিত ছিলেন মুল্ডার। সুযোগ ছিল ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার। কিন্তু সকলকে চমকে দিয়ে হঠাৎ ইনিংস ডিক্লেয়ার করে দেন মুল্ডার। এই ঘটনার কয়েকদিন পর সুপারস্পোর্টকে সাক্ষাৎকার দিয়েছেন মুল্ডার। সেখানে তিনি বলেন, “লারার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছিলেন, ‘আমি তো আমার ইতিহাস গড়েছি। তোমারও উচিত ছিল এগিয়ে যাওয়া। রেকর্ড তো ভাঙার জন্যই তৈরি হয়।’ লারা চান, আমি যেন ভবিষ্যতেও লারার রেকর্ড ভাঙার সুযোগ পাই। এমন পরিস্থিতিতে আবার পড়লে আমি যেন তাঁর রেকর্ড ভেঙে দিই।”
তবে এরপরও নিজের সিদ্ধান্তকে ঠিক বলেই মনে করছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তাঁর কথায়, “এটা তাঁর (লারা) দিক থেকে সম্পূর্ণ ভিন্ন একটা দৃষ্টিকোণ। যদিও আমার বিশ্বাস, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি। খেলেটাকে সম্মান করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।” টেস্টে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান, যা ম্যাথু হেডেন (৩৮০) এবং ব্রায়ান লারা (৩৭৫)-র রয়েছে, সেটাও টপকাননি মুল্ডার। কেন এমন সিদ্ধান্ত নিলেন প্রোটিয়া অধিনায়ক, ক্রিকেটমহলে তা নিয়ে চর্চা চলছে এখনও।