নয়াদিল্লি: নীতি আয়োগের বার্ষিক রেকর্ডে ভয়ংকর ভুল! ম্যাপে বাংলাকে দেখানো হয়েছে বিহারের জায়গায়। বাংলা সংক্রান্ত নীতি আয়োগের রিপোর্টের যে প্রচ্ছদ তৈরি হয়েছে সেখানেই প্রচ্ছদের ম্যাপে এহেন বিভ্রাট! এ নিয়ে সরব হয়েছে তৃণমূল সরকার। যদিও এ বিষয় নীরব দর্শক হয়ে মুখে কুলুপ এঁটেছে কেন্দ্র।
কেন্দ্র ও রাজ্য সমন্বয়ের সর্বোচ্চ মঞ্চ নীতি আয়োগ। সেখানে বাংলাকে বিহারের জায়গায় দেখানো আদতে বিজেপির বাঙালি বিরোধী মানসিকতার প্রতিফলন এবং বাংলার অপমানের চেষ্টা বলে মনে করছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে বলেন, “বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছে সব রাজ্যে বাংলাভাষীদের হেনস্তা করছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, কীভাবে নির্বাচনে হারার ভয়ে বাংলায় এনআরসি করার চেষ্টা হচ্ছে। কিন্তু আপনাদের সরকার এবং দল যেভাবে নিয়মিত বাংলাকে অপমান করছে, সেটা আমরা বরদাস্ত করব না।”
সাকেত গোখলে সোশ্যাল মিডিয়ায় নীতি আয়োগের ওই রিপোর্টের স্ক্রিনশট পোস্ট করে প্রশ্ন তুলেছেন, “কেন্দ্র সরকার বাংলাকে মানচিত্রের সঠিক জায়গাতেই রাখতে জানে না। এটা লজ্জাজনক। বাংলা থেকে ওদের ১২ জন সাংসদ আছে, দু’জন কেন্দ্রীয় মন্ত্রী। তাও নির্লজ্জভাবে ওরা বিহারকে বাংলা হিসাবে দেখিয়েছে।” তৃণমূল সাংসদের দাবি, যদি বিন্দুমাত্র লজ্জা অবশিষ্ট থাকে তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলার মানুষের কাছে ক্ষমা চাইবেন। আর সেটা না হলে বাংলার এই অপমান দীর্ঘদিন আপনার দলকে ভোগাবে।