কলকাতা: রোজ মেট্রো নিয়ে বিপত্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের৷ শনিবার সকালেই মেট্রো বিভ্রাট। সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ ডাউনে কবি সুভাষগামী মেট্রোতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে দাঁড়িয়ে পড়ে একের পর এক মেট্রো। উল্টোরথের দিন ভোগান্তির শিকার যাত্রীরা।
জানা গিয়েছে, সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ দাঁড়িয়ে পড়ে একটি মেট্রো। তার ফলে একের পর এক স্টেশনে মেট্রো দাঁড়িয়ে পড়ে। প্রায় ২৫ মিনিট পর ৯টা ৪০ মিনিটে পরিষেবা স্বাভাবিক হয়। মেট্রো রেল সূত্রে খবর, যতীন দাস পার্ক স্টেশনে নিউ গড়িয়ামুখী মেট্রোর একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে এই বিপত্তির সৃষ্টি হয়।
প্রসঙ্গত, পরপর মেট্রো নিয়ে কিছু না কিছু বিপত্তি লেগেই রয়েছে। গত শনিবারের পর সোমবার, সুড়ঙ্গতে জল চলে আসায় বন্ধ করতে হয় আংশিক মেট্রো পরিষেবা। আধিকারিকদের একাংশের দাবি, যথাযথ রক্ষণাবেক্ষণে নজর থাকলে নিকাশি নালা দিয়ে জল বেরিয়ে যেত। দেওয়ালের ফাটল সহজেই ধরা পড়ত। আর এক্ষেত্রে কর্মীসংকট একটা বড় কারণ। কলকাতা মেট্রোতে উঠলেই এখন যাত্রীদের চিন্তা একটাই, আবার মাঝপথে থমকে যাবে না তো মেট্রো!