প্রতিবেদন : পিচে সেভাবে সাহায্য নেই বোলারদের জন্য। কাজেই এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনেও ভারতকে তেমন সমস্যায় ফেলতে পারলেন না ইংরেজ বোলাররা। প্রথম সেশনেই রান রেট চারের বেশি রেখে ১০৯ রান তুলে ফেলল ভারত। উইকেট পড়েছে কেবল একটি।
বুধবার ঝকঝকে সেঞ্চুরি এসেছে ভারত অধিনায়ক শুভমন গিলের ব্যাট থেকে। প্রথম দিনের শেষে ১১৪ রানে অপরাজিত ছিলেন তিনি। আজও সাবলীল ছন্দে দেখা গেল তাঁকে। অনায়াসেই পার করে ফেললেন দেড়শোর গণ্ডি। গড়লেন নতুন নজিরও। তিনিই প্রথম ভারতীয় অধিনায়ক, যিনি ইংল্যান্ডের মাটিতে টেস্টে এক ইনিংসে ১৫০ বা তার বেশি রান করলেন। পাশাপাশি ভারতীয় অধিনায়ক হিসেবে ইংরেজ-ভূমে এক ইনিংসে সবচেয়ে বেশি রানের রেকর্ডও তৈরি করলেন গিল। আগে যা ছিল বিরাট কোহলির দখলে। ২০১৮ সালে এজবাস্টনেই ১৪৯ রান করেছিলেন বিরাট।
গিলকে যোগ্য সঙ্গত দিলেন রবীন্দ্র জাদেজা। তবে যশস্বীর মতো তিনিও সেঞ্চুরি ফেলে এলেন মাঠে। জশ টংয়ের বাউন্সারে পরাস্ত হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন ৮৯ রানে। শুভমন-জাদেজার ২০৩ রানের পার্টনারশিপই ভারতের ইনিংসকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিল। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান ৬ উইকেটে ৪১৯। ক্রিজে রয়েছেন শুভমন গিল (১৬৮*) ও ওয়াশিংটন সুন্দর (১*)।