কলকাতা : রথযাত্রা উপলক্ষে পুণ্যার্থীদের ঢল নেমেছে সৈকতশহর দিঘায়। আগামী শনিবার উলটো রথ। মাসির বাড়ি থেকে জগন্নাথদেবের ফিরতি যাত্রা। তারই আগাম প্রস্তুতি সেরে রাখছে নবান্ন। ভাড়া করা হচ্ছে এয়ার অ্যাম্বুল্যান্স। ভিড়ের চাপে কোনও ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার জন্য কলকাতায় আনতেই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য।
বুধবার নবান্নে উলটো রথ, শ্রাবণী মেলা ও মহরমের জন্য আধিকারিকদের নিয়ে প্রস্তুতি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৫ থেকে ২৮ তারিখ পর্যন্ত দিঘায় এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছিল। সেইমতোই উলটো রথের দিন ভক্তদের কথা ভেবে স্ট্যান্ড বাই রাখা হচ্ছে একটি হেলিকপ্টার। নবান্ন সূত্রে খবর, ৫ জুলাই উলটো রথের দিন একটি হেলিকপ্টার মোতায়েন রাখার জন্য বলা হয়েছে। যে সংস্থার হেলিকপ্টার ব্যবহার করা হবে তাঁদের ইতিমধ্যেই জানানো হয়েছে। জানা গিয়েছে, ৪ তারিখ দুপুর থেকেই এয়ার অ্যাম্বুল্যান্সটিকে স্ট্যান্ড বাই রাখা হবে।
প্রসঙ্গত, গঙ্গাসাগর মেলার বিপুল জনসমাগমে ভক্তদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে রাজ্য। দিঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধনের পর প্রথম রথযাত্রায় জনসমুদ্র দেখা দিয়েছিল। তা মাথায় রেখে গঙ্গাসাগরের ধাঁচে এয়ার অ্যাম্বুল্যান্স রাখা হয়েছিল। এবার উলটো রথেও থাকছে সেই বন্দোবস্ত।