কলকাতা: সপ্তাহান্তেই উলটো রথ। রাজ্যজুড়ে চলছে তার প্রস্তুতি। উলটো রথে কেমন থাকবে আবহাওয়া! জানাল হাওয়া অফিস। এদিনও ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দশ জেলাতে। জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গী ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগের ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা ছয় জেলাতে-পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া ও হুগলিতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গী ঝোড়ো হাওয়া।
শনিবার, উলটো রথে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ১০ জেলাতে। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা-বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে শুধুমাত্র ৪ জেলাতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। দার্জিলিং-সহ উপরের দিকের ৫ জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দিনাজপুরেও। শুক্রবার জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অসমে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে ঝড়বৃষ্টি চলবে রাজ্যজুড়ে।