প্রতিবেদন : জুভেন্টাসকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে ১-০ গোলে জিতল তারা। অন্য ম্যাচে, বরুসিয়া ডর্টমুন্ড ২-১ গোলে হারিয়েছে মেক্সিকোর ক্লাব মন্টেরেকে। কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হবে ডর্টমুন্ড ও রিয়াল।
এদিন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের রাশ ছিল ভিনিসিয়াস-ভালভার্দেদের পায়ে।একের পর এক আক্রমণ শানাতে থাকে রিয়াল। তবে প্রথমার্থে গোলের মুখ খুলতে পারেনি তারা। জুভেন্টাসও গোলের সুযোগ পেয়েছিল। ম্যাচের সাত মিনিটে সামনে রিয়াল গোলকিপার কুর্তোয়াকে একা পেয়েও জালে বল জড়াতে ব্যর্থ হন ফরাসি স্ট্রাইকার কোলো মুয়ানি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই।
খেলার দ্বিতীয়ার্ধেও কর্তৃত্ব বজায় রাখছিল লস ব্লাঙ্কো বাহিনী। ৫৪ মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের মাপা ক্রস থেকে নিখুঁত হেডারে গোল করে দলকে এগিয়ে দেন রিয়ালের তরুণ স্পেনীয় স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া। ইতিমধ্যেই রিয়াল ও স্পেনের কিংবদন্তি রাউল গঞ্জালেসের সঙ্গে গঞ্জালোর তুলনা করছেন ফুটবল বিশেষজ্ঞরা। শেষ পর্যন্ত ১-০ গোলে জেতে জাবি আলোন্সোর দল। জুভেন্টাসের গোলকিপার ডি গ্রেগরিও দুর্ভেদ্য প্রহরী না হয়ে উঠলে ব্যবধান আরও বাড়ত রিয়ালের পক্ষে। অন্য ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্তেরের বিরুদ্ধে সহজেই জিতল বরুসিয়া ডর্টমুন্ড। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় জার্মানির ক্লাব। দুটো গোলই করেন গুরেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে মন্তেরের হয়ে ব্যবধান কমান বার্তেরামে।
এদিন চূড়ান্ত হয়ে গিয়েছে ক্লাব বিশ্বকাপের শেষ আটের বাকি ম্যাচগুলিও। একনজরে দেখে নেওয়া যাক সূচি (সব ম্যাচ ভারতীয় সময় অনুযায়ী) :
১) ফ্লুমিনিজে বনাম আল হিলাল, ৫ জুলাই (রাত ১২:৩০)।
২) পালমেইরাস বনাম চেলসি, ৫ জুলাই (ভোর ৬:৩০)।
৩) প্যারিস সাঁ জাঁ বনাম বায়ার্ন মিউনিখ, ৫ জুলাই (রাত ৯:৩০)।
৪) রিয়াল মাদ্রিদ বনাম বরুসিয়া ডর্টমুন্ড, ৬ জুলাই (রাত ১২:৩০)।