কলকাতা : এবার জিএসটি আদায়ে নতুন মাইলফলক ছুঁল বাংলা। চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসেই পণ্য ও পরিষেবা কর আদায়ের ক্ষেত্রে জাতীয় গড়কে ছাপিয়ে গিয়েছে রাজ্য সরকার। যেখানে সারা দেশে কেন্দ্রীয় জিএসটি আদায়ের গড় বৃদ্ধি হার ১৪ শতাংশ, সেখানে এ রাজ্যে সেই হার পৌঁছেছে ১৬ শতাংশে।
জিএসটি চালুর অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে সিজিএসটি কলকাতা জোনের উদ্যোগে মঙ্গলবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই এই তথ্য জানালেন সিজিএসটি কলকাতা জোনের চিফ কমিশনার শ্রবণ কুমার। কর আদায় ব্যবস্থার সরলীকরণ, করদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং নিয়মিত প্রচারই এই সাফল্যের মূল কারণ বলে মনে করছেন তিনি।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর অ্যাডমিরাল দেবেন্দ্রকুমার যোশী। তিনি বলেন, জিএসটি দেশের কর ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করেছে। এটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের এক উজ্জ্বল নিদর্শন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যাটন গোষ্ঠীর নির্বাহী অধিকর্তা সঞ্জয় বুধিয়া, জিএসটি কলকাতা-সহ বিভিন্ন আঞ্চলিক আধিকারিক এবং কর ও শুল্ক দফতরের অন্যান্য শাখার পদাধিকারীরা। কর্মনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ কয়েকজন কর্মী ও আধিকারিককে পুরস্কৃত করা হয় এদিনের অনুষ্ঠানে।