প্রতিবেদন : দুই ইনিংস মিলিয়ে ৮০০-র বেশি রান। পাঁচ ব্যাটারের সেঞ্চুরি। তবুও আসেনি জয়। হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের হতাশা বুকে নিয়েই মাঠ ছাড়তে হয়েছে শুভমন গিলদের। স্বাভাবিকভাবেই বিষণ্ণ ভারতীয় দলের সমর্থকরা। মন থেকে হার মেনে নিতে পারছেন না প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কারও। ইংল্যান্ডকে জয়ের কৃতিত্ব দিয়ে টিম ইন্ডিয়াকে সমালোচনায় বিঁধলেন তিনি।
গাভাস্কারের কথায়, “পুরো কৃতিত্ব ইংল্যান্ডকে। ভারতের পাঁচ সেঞ্চুরিয়ান থাকা সত্ত্বেও ওরা কিন্তু আত্মবিশ্বাস হারায়নি। সেই কারণেই শেষের উইকেটগুলো পেতে সমস্যা হয়নি ওদের। আর এই সুযোগটাই হাতছাড়া করে ভারত। অতিরিক্ত রান এই টেস্টে পার্থক্য গড়ে দিতে পারত।”
পাশাপাশি কিংবদন্তি ক্রিকেটার জানিয়েছেন, “অতি সাধারণ মানের ছিল ফিল্ডিং। অনেক ক্যাচ ফসকেছে ফিল্ডাররা। একেবারেই টেস্ট ক্রিকেটের মানের নয়। পিচ ব্যাটিং সহায়ক বলে বোলারদের দোষ দেওয়া কঠিন। বুমরাহ দুর্দান্ত বোলিং করেছে। উইকেটের অন্যপ্রান্তে ওকে সহায়তার জন্য কেউ থাকলে ভালো হত। তবে এটা তো সবে প্রথম টেস্ট। আশা করব, এই হার থেকে শিক্ষা নেবে ভারতীয় দল। এখনও পরের ম্যাচের আগে বাকি আটদিন।”
আগামী ২ জুলাই থেকে এজবাস্টনে শুরু সিরিজের দ্বিতীয় টেস্ট। হাতে রয়েছে ৮ দিন। শুভমনরা যেন গা-ছাড়া মনোভাব না দেখান, সে নিয়েও সতর্কবার্তা দিতে ভোলেননি গাভাস্কার। “চাইলে কয়েকদিন বিশ্রাম নিতে পারো তোমরা। তবে তারপর অনুশীলনে মনোনিবেশ করতেই হবে। ইচ্ছামতো প্র্যাকটিস করব, এমন ভাবলে হবে না। মনে রাখতে হবে, এখানে তোমরা ভারতের হয়ে খেলতে এসেছ। তাই এমনভাবে অনুশীলন করো, যাতে ম্যাচে নিজের সেরাটা দিতে পারো”, বক্তব্য সানির।




