প্রতিবেদন : বড়সড় বিতর্কে জড়ালেন যোগীরাজ্যের বিজেপি বিধায়ক রাজীব সিং। দিল্লি থেকে ভোপালগামী বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express)এক যাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে তাঁর ঘনিষ্ঠ লোকজনের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে তুঙ্গে শোরগোল।
Read More: প্রাথমিক ধাক্কা কাটিয়ে স্বস্তিতে ভারত, লাঞ্চের আগে ৬০ পেরোল রাহুল-ঋষভের পার্টনারশিপ
গত বৃহস্পতিবার নিজের স্ত্রী ও ছেলেকে নিয়ে নিজের নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন উত্তরপ্রদেশের ঝাঁসির বিধায়ক রাজীব সিং। জানা গিয়েছে, রাজীব ট্রেনের বগির(Vande Bharat Express) পিছনের সিটে বসেছিলেন। তাঁর পরিবারের সদস্যরা সামনের সিটে বসেছিলেন। সেই সময় তিনি এক ব্যক্তিকে নিজের আসন পরিবর্তন করতে বলেন। কিন্তু সেই ব্যক্তি নিজের স্থান পরিবর্তন করতে রাজি না হওয়ার ফলে পরিস্থিতি জটিলতর হয়ে পড়ে। এরপর ঝাঁসি স্টেশন থেকে ট্রেনে উঠে ভোপালগামী ওই ব্যক্তিকে মারধর শুরু করে রাজীব সিংয়ের ঘনিষ্ঠ কিছু লোক।
Link: https://x.com/ekhonkhobor18/status/1937140301258432577
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, বেশ কয়েকজন লোক ওই যাত্রীকে ঘুষি মারছে। তিনি সেই সময়ে নিজের নির্ধারিত আসনে বসেছিলেন। শুধু তাই নয়, নিজেদের চটি খুলে তাঁকে মারধর করতেও দেখা গিয়েছে! ভিডিওতে ওই ব্যক্তির নাক থেকে রক্ত ঝরতে দেখা যাচ্ছে। দেখা গিয়েছে, তাঁর জামাকাপড় রক্তে ভেজা। ঘটনায় স্বাভাবিকভাবেই নিন্দার ঝড় উঠেছে নেটমাধ্যমে। ক্ষমতার এহেন অপব্যবহারের বিরুদ্ধে সরব হয়েছে একাধিক মহল।