প্রতিবেদন : শুরু হয়ে গেল বহুপ্রতীক্ষিত ইংল্যান্ড-ইন্ডিয়া টেস্ট সিরিজ।(India vs England) শুক্রবার হেডিংলেতে প্রথম টেস্টের টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ভারতীয় দলকে প্রথম বার নেতৃত্ব দিচ্ছেন শুভমন গিল। টেস্ট অভিষেক হল তামিলনাড়ুর বাঁ হাতি ব্যাটার সাই সুদর্শনের। তিনি তিন নম্বরে ব্যাট করবেন। আট বছর পর টেস্ট খেলতে নামলেন করুণ নায়ারও।
Read More: ‘হুজুর আমি বেঁচে আছি’! জেলাশাসকের অফিসের সামনে পোস্টার হাতে উত্তরপ্রদেশের সারদা
যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করেছেন লোকেশ রাহুল। দলে রয়েছেন শার্দূল ঠাকুরও। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ দিয়েই ২০২৫-২৭ টেস্ট বিশ্বকাপ চক্র শুরু করছে ভারতীয় দল। শেষ খবর পাওয়া অবধি ভারতের রান ১২ ওভারে বিনা উইকেটে ৩৬।(India vs England)
Link: https://x.com/ekhonkhobor18/status/1936035027747270913
এক নজরে দেখে নেওয়া যাক ভারতের প্রথম একাদশ :
যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।




