কলকাতা : দীর্ঘদিন ধরেই বাংলার প্রতি দুয়োরানিসুলভ আচরণ অব্যাহত রেখেছ মোদী সরকার। বারবার আবেদন জানিয়েও মেলেনি ১০০ দিনের কাজের(100-Day Work) বরাদ্দ টাকা। আর এবার বন্ধ থাকা ১০০ দিনের প্রকল্প চালু করতে কেন্দ্রকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, কোনও কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠাণ্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না।
Read More: বেসরকারি হাসপাতালে চিকিৎসায় খরচের স্বচ্ছতায় উদ্যোগ, বিধানসভায় পাশ নতুন সংশোধনী বিল
বুধবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির এজলাসে ১০০ দিনের মামলাটি ওঠে। সেখানে প্রধান বিচারপতি নির্দেশ দেন, আগামী ১ আগস্ট থেকে রাজ্যে ফের ১০০ দিনের প্রকল্প চালু করতে হবে।(100-Day Work) কোনও কেন্দ্রীয় প্রকল্প দীর্ঘদিন বন্ধ রাখা যায় না। প্রায় তিন বছরের বেশি সময় ধরে রাজ্যে বন্ধ রয়েছে ১০০ দিনের প্রকল্প। এই সময়কালে কেন্দ্রীয় সরকার বাংলার জন্য কোনও টাকা বরাদ্দ করেনি বলে অভিযোগ। শুনানিতে কেন্দ্রকে কার্যত তুলোধোনা করলেন প্রধান বিচারপতি। এই রায়ের পর গ্রামের মানুষ ফের এই প্রকল্পের সুবিধা পাবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
Link: https://x.com/ekhonkhobor18/status/1935323467534291125?s=19
এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় বিঁধেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। “তুমি দুর্নীতি বলে বাংলার দিকে আঙুল তুলছো। তোমার ডবল ইঞ্জিন সরকার গুজরাটে। সেখানে মন্ত্রীর ছেলেরা এই ১০০ দিনের কাজে চূড়ান্ত দুনীতি করে গ্রেপ্তার হচ্ছে। উত্তরপ্রদেশ ভুয়ো জব কার্ডে এক নম্বর। বাংলার প্রতি একাধিক নিয়ম, অথচ অন্য জায়গায় দুর্নীতি হলেও টাকা যাচ্ছে। দেশে যেন এই বৈষম্য না চলে। এটা আমাদের দাবি, আন্দোলনের জয়”, জানিয়েছেন তিনি।