কলকাতা : এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে চিকিৎসায় স্বচ্ছতা বাড়াতে ও বাড়তি খরচে স্বচ্ছতা আনতে সংশোধনী আইন আনল রাজ্য সরকার।(Amendment Bill) মঙ্গলবার বিধানসভায় পাশ হল ‘ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট (সংশোধনী) বিল’। আইনে এই সংশোধন বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমের চিকিৎসায় খরচে স্বচ্ছতার লক্ষ্যে। চিকিৎসা খরচের প্যাকেজ রোগীর সুবিধার জন্য ‘ডিসপ্লে’ করার কথাও জানানো হয়েছে।
Read More: সোনমের সঙ্গে ১১৯ বার ফোনে কথা, মেঘালয় হত্যাকাণ্ডে উঠে আসছে নতুন নাম!
এদিন স্বাস্থ্য রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, “কোন চিকিৎসার জন্য কী খরচ হল, রোগীকে তা জানাতে বাধ্য থাকবে বেসরকারি হাসপাতাল। বেসরকারি ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করতেই আইনে সংশোধন করা হল।”(Amendment Bill) বিলে সংশোধনী কেন প্রয়োজন, তার ব্যাখ্যা করে তিনি জানান, চিকিৎসার খরচের বিলে নানারকম খরচের কথা উল্লেখ থাকে। রোগী হয়তো ২ লিটার জল খেয়েছেন। কিন্তু বলা হল, ২০ লিটার জল খেয়েছেন। ৫টি ইঞ্জেকশন দেওয়া হলেও হয়তো বলা হল, ২০ টি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সঠিকটা কী, জানাতে হবে তা।
মন্ত্রীর কথায়, “রোগীকে জানাতে হবে, তার ঠিক ঠিক কীসের জন্য কী খরচ হল। লুকিয়ে কিছু করা যাবে না। দু’দিন বেশি থাকতে হলে হবে। সে ক্ষেত্রে বিল বাড়তেই পারে। তাই বলে তার বিপুল খরচ হতে পারে না। খরচের পুরো হিসাব দিতে হবে। কোন অসুখে কী চিকিৎসা, তার কত খরচ, সেটা জানাতেই হবে।” বিলে ১৬টি সংশোধনী আনা হয়েছে বলে জানান মন্ত্রী। সঙ্গে চন্দ্রিমার বক্তব্য, “বেসরকারি হাসপাতালে মহিলা রোগী ও কর্মীদের নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকেই দেখতে হবে। এই নিয়ে সরকার গাইডলাইন তৈরি করে দিতে পারে না।”
এর আগে চিকিৎসা ক্ষেত্রে প্যাকেজ ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, “এই বিলে প্যাকেজ ব্যবস্থার কথা বলা হয়েছে, যাতে বেসরকারি হাসপাতালগুলি রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে। এই উদ্যোগ প্রশংসনীয়, কারণ ৯০ থেকে ৯৫ শতাংশ রোগী এই প্যাকেজে চিকিৎসা করাতে পারবেন। কিন্তু ২ থেকে ৫ শতাংশ রোগী এই ব্যয়ভার বহন করতে পারবেন না। তাঁদের দায়িত্ব কে নেবে, সেটা স্পষ্ট করা হয়নি।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1935293130754113547
পাশাপাশি তাঁর দাবি, বিষয়টির সঙ্গে বহু বেসরকারি হাসপাতাল, ডে-কেয়ার ইউনিট এবং ওপিডি যুক্ত। তাই স্ট্যান্ডিং কমিটির কাছে বিলটি পাঠিয়ে সমস্ত অংশীদারের মতামত নিয়ে তার পর বিল পাস করানো উচিত ছিল। কোথায় কোনও হাসপাতালকে সরকার ১ টাকার বিনিময়ে জমি দিচ্ছে, তার বদলে কোন রোগী কোন পরিষেবা পাচ্ছেন তা নিয়েও প্রশ্ন তোলে বিজেপি। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সাফ জবাব, “এটা ট্রেড লাইসেন্স ফি’র বিষয় না, রোগী পরিষেবার প্রশ্ন। এটা নিয়ে সরকার কী বলবে, সেটা ঠিক করতে হবে হাসপাতালকেই।”
উক্ত বিলে মহিলা চিকিৎসক, রোগীদের নিরাপত্তা বৃদ্ধি নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি বলেও অভিযোগ করেছিলেন শুভেন্দু। নয়া বিলের ই-প্রেসক্রিপশনে পাবলিক ডোমেনে দেওয়া নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। চন্দ্রিমার জবাব, “ই-প্রেসক্রিপশনে পাবলিক ডোমেনে দেওয়ার কথা বলা হয়নি। এটা রোগী নিজেই পাবেন।” শুভেন্দুকে চন্দ্রিমার কটাক্ষ, “বিরোধী দলনেতার নেতা প্রধানমন্ত্রী মোদী ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছেন। আর বিরোধী দলনেতা ই-প্রেসক্রিপশন নিয়ে বিরোধিতা করছেন। তা হলে ডিজিটাল ইন্ডিয়া কোথায়? তড়িঘড়ি করে বিল আনা হয়নি। মানুষের স্বার্থেই আনা হয়েছে। কাউকে আমরা অসম্মান করছি না।”
সংশোধনী বিল নিয়ে পূর্ব ভারতের বেসরকারি হসপিটাল অ্যাসোসিয়েশনের সভাপতি তথা উডল্যান্ডস মাল্টি স্পেশালিটি হাসপাতালের ডিরেক্টর এবং সিইও রূপক বড়ুয়া এদিন জানিয়েছেন, “ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট সংশোধনী বিলে যা রিভাইসড করা হয়েছে সেখানে অনেক বেশি স্বচ্ছতা আনা হয়েছে। রোগীর পরিবারের কথা ভেবে বিলের উপর জোর দেওয়া হয়েছে। বেসরকারি হাসপাতাল সম্বন্ধে সাধারণ মানুষের মধ্যে যতটুকু ভুল বোঝাবুঝি রয়েছে, আশা করছি নয়া আইনের পর তা কেটে যাবে।”
রূপক বড়ুয়ার কথায়, “নয়া আইনে বলা হয়েছে বেসরকারি হাসপাতালে প্যাকেজ-রেট ডিসপ্লে বোর্ডে লিখে রাখতে হবে। এটা খুব ভালো উদ্যোগ। এতে স্বচ্ছতা বাড়বে। সাধারণ মানুষের উপকার হবে। হাসপাতালের প্যাকেজের ক্ষেত্রে বলা হয়েছে কখনওই যেন চিকিৎসার খরচ প্যাকেজের থেকে বেশি না হয়ে যায়। এটা একদিকে ভালো। কিন্তু মাথায় রাখতে হবে মেডিক্যাল ট্রিটমেন্ট বিষয়টা অত্যন্ত ডায়নামিক বা পরিবর্তনশীল। কারও চিকিৎসা শুরু হলে ডাক্তারের মূল লক্ষ্য থাকে রোগীকে সুস্থ করে তোলা। প্যাকেজের বাইরেও কোনও চিকিৎসা রোগীর প্রয়োজন হতে পারে। একটি নির্দিষ্ট সিস্টেমের মধ্যে সেটাকে আবদ্ধ করে রাখা মুশকিল। তবে যে সব ক্ষেত্রে রোগীর জটিলতা তৈরি হয় না সেখানে অসুবিধা নেই।”