কলকাতা : ফের বড় সুখবর শহরের ফুটবলপ্রেমীদের জন্য। চলতি বছরের ডিসেম্বরেই কলকাতায় আসতে চলেছেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি।(Lionel Messi) দীর্ঘ ১৪ বছর পর কলকাতায় আসছেন তিনি। তবে এবার যুবভারতী নয়, ইডেন গার্ডেন্সে পা রাখবেন লিও। সব ঠিক থাকলে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়াম ও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেও যেতে পারেন বিশ্বকাপজয়ী ফুটবলার।
Read More: হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে কী সরাসরি যুদ্ধে নামছে আমেরিকা!
বিগত ২০১১ সালে কলকাতায় এসেছিলেন মেসি।(Lionel Messi) শহর জুড়ে উঠেছিল উন্মাদনার ঝড়। এর মধ্যে কলকাতায় ঘুরে গিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমি মার্টিনেজ। এবার ফের মেসিকে দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। আগের বার যুবভারতীতে আর্জেন্টিনার হয়ে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন মেসি। তবে এবার তেমনটা হচ্ছে না। বরং মেসির সম্মানে আয়োজিত হতে চলেছে ‘গোট কাপ’। সেখানে ক্রিকেট, ফুটবল ও বিনোদনের জগতের তারকারা মাঠে নামবেন। সাতজনের দুটি দলের ম্যাচ হবে দুই অর্ধে ১৫ মিনিট করে। এর সঙ্গে একটি টাইব্রেকার। সেখানে দুই দলের হয়ে শুরু করবেন মেসি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1935284022902669499
পাশাপাশি থাকছে সঙ্গীতানুষ্ঠান ‘দ্য গোট কনসার্ট’। সেখানে দেশবিদেশের বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা অংশগ্রহণ করবেন। এর পাশাপাশি খুদে ফুটবলারদের পরামর্শ দেওয়ার জন্য একটি সেশন রাখা হবে। তবে মেসি কবে আসবেন, কতদিন থাকবেন, সেসব কিছু চূড়ান্ত হয়নি এখনও।