প্রতিবেদন : আর মাত্র দু’দিন। তারপরই আরম্ভ হয়ে যাচ্ছে ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ। শুক্রবার হেডিংলেতে শুরু প্রথম টেস্ট। ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে কি চমকে দেবে রোহিত-বিরাটহীন তরুণ ‘টিম ইন্ডিয়া’? নাকি বাজিমাত করবেন স্টোকসরাই? জোর চর্চা চলছে ক্রিকেটমহলে। এর মধ্যেই ইংল্যান্ডের ‘বাজবল’কে(Bazzball) আগাম হুঁশিয়ারি দিলেন ভারতের অলরাউন্ডার শার্দূল ঠাকুর।
Read More: বুধবার প্রকাশিত হল মাধ্যমিকের স্ক্রুটিনি ও রিভিউয়ের ফল, প্রথম দশে ৭৫ পড়ুয়া
গত ২০২১-২০২২ সালে শেষবার ইংল্যান্ড সফরে গিয়েছিল। তখনও দলে ছিলেন শার্দূল ঠাকুর। সেবার সিরিজ ড্র হয়। ওভালে চতুর্থ টেস্টে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন শার্দূল। তবে মাঝে বাদও পড়েছিলেন। আবার ফিরে এসেছেন। তাঁর কথায়, “ইংল্যান্ডে খেলা সবসময় চ্যালেঞ্জের। একটা কারণ, এখানকার পরিবেশ। কখনও মেঘ, কখনও রোদ। দলে ব্যাট করো বা বল, সবসময় নিজেকে মানিয়ে নিতে হয়। আমাদের দলে অনেক নতুন প্রতিভা আছে, যারা এই কাজটা করার জন্য তৈরি।”
শেষ কয়েক বছর ধরেই ইংল্যান্ডের নয়া রণনীতি হিসেবে উঠে এসেছে ‘বাজবল’।(Bazzball) যার মূলমন্ত্র ঝড়ের গতিতে রান তোলা। তার পাল্টা জবাব দিতে তৈরি ভারত। শার্দূল বলছেন, “ইংল্যান্ড দল এখন ভিন্নধারার ক্রিকেট খেলছে। আমরা চাই ওদের চমকে দিতে। দেখিয়ে দিতে চাই, আমরা কী করতে পারি। বাইরের মাঠে সিরিজ জিততে সব সময় ভালো লাগে। আর যদি সেটা করতে পারি, তাহলে দেশের মানুষও খুশি হবে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1935279804087157128
২০২১ সালের সিরিজ ড্র হয়েছিল। কিন্তু লর্ডস ও ওভাল টেস্টে জিতেছিল ভারতীয় দল। সেটা যে ক্রিকেটজীবনের অন্যতম প্রিয় স্মৃতি, তাও জানান শার্দূল। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে আন্তঃস্কোয়াড ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। সেখানে শার্দূল ১২২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। এরপর খানিক চাপে নির্বাচকরা। নীতীশ কুমার রেড্ডি ও শার্দূলের মধ্যে কাকে প্রথম একাদশে দেখা যাবে, তা নিয়ে ধন্দে তারা। কিন্তু ইংল্যান্ডের উইকেটে বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন শার্দূল, এমনই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ।