কলকাতা: চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ হয় ২ মে। তারপর থেকেই স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়। অবশেষে সেই স্ক্রুটিনি ও রিভিউয়ের ফলাফল(Madhyamik Scrutiny Results)প্রকাশিত হল বুধবার৷ নতুন ফলাফল প্রকাশের পর প্রথম দশে স্থান পেয়েছে আরও ৯ জন পডুয়া।
Read More: নিষেধাজ্ঞা উঠতেই দিঘায় উঠল ১৫ টন ইলিশ, খুশি মৎস্যজীবীরা
জানা যাচ্ছে, ২ মে মাধ্যমিকের ফলপ্রকাশের পর মেধাতালিকায় ছিল ৬৬ জন পড়ুয়া। নয়া ফল প্রকাশের পর মেধাতালিকায় জায়গা করে নিল মোট ৭৫ জন পড়ুয়া। ১১ নম্বরে থাকা ৫ পড়ুয়া প্রথম দশে উঠে এসেছে। সব মিলিয়ে স্ক্রুটিনির পর ১০,৬০ জন পরীক্ষার্থীর নম্বরের পরিবর্তন হয়েছে।(Madhyamik Scrutiny Results) রিভিউর পর ১,১৮২ জনের নম্বরের পরিবর্তন হয়েছে। নতুন ফল প্রকাশে ব্যাপক রদলদল হয়েছে।
বাঁকুড়ার দেবজিৎ লাহা ও পূর্ব মেদিনীপুরের অন্তরীপ মাইতি ১১ নম্বর থেকে ৮ নম্বর স্থান পেয়েছে। দক্ষিণ দিনাজপুরের চয়ন রায় একই স্থান থেকে ৯ নম্বর স্থান অধিকার করেছে। কোচবিহারের অনন্যা মজুমদার ও দক্ষিণ ২৪ পরগনার প্রেরণা বৈদ্যও ১১তম স্থান থেকে মেধাতালিকার ১০ নম্বর স্থানে জায়গা পেয়েছে। এছাড়াও ১২ নম্বর থেকে ৯ নম্বর স্থানে উঠে এসেছে রূপম দীক্ষিত। ১২ নম্বর থেকে ১০ নম্বর স্থান পেয়েছে মালদহের প্রজ্ঞান দেবনাথ ও সায়নদীপ ঘোষ। অন্যদিকে পূর্ব মেধাতালিকায় ১৩ নম্বর স্থানে থাকা সোহম করণ ১০ নম্বর স্থান পেয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1935268581987725668
আগে থেকেই মেধাতালিকায় থাকা পূর্ব মেদিনীপুরের সুপ্রতিক মান্না চতুর্থ থেকে দ্বিতীয় হয়েছেন। তার প্রাপ্ত নম্বর বেড়ে হয়েছে ৬৯৪। মালদহের সৃজন প্রামাণিক ও বাঁকুড়ার সৌপ্তিক মুখোপাধ্যায় ৮ নম্বর স্থান থেকে ৭ নম্বর স্থান পেয়েছে। বীরভূমের সম্যক দাস ১০ নম্বর স্থান থেকে ৯ নম্বর স্থানে উঠে এসেছে। উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে এই ফলাফল দেখা যাচ্ছে। পড়ুয়ারা নিজেদের স্কুলে পুরনো মার্কশীট জমা দিয়ে নতুন মার্কশীট সংগ্রহ করতে পারবে।




