দিঘা: ৬১ দিন এবার সমুদ্রে মাছ ধরা বন্ধ ছিল। রাজ্যে বর্ষা আসার শুরুতেই ট্রলার নিয়ে পাড়ি দিয়েছিলেন মৎস্যজীবীরা। প্রথমবারেই জালে উঠল ১৫ টন ইলিশ।(Hilsa) দিঘার মৎস্যজীবীদের মুখে চওড়া হাসি। আগামী দিনে আরও ইলিশ জালে ধরা পড়বে। সেই আশা করছেন মৎস্যজীবীরা। আরও ইলিশ জালে উঠলে দামও বেশ অনেকটাই কমতে পারে জলের এই রুপোলি শস্যের।
Read More: আহমেদাবাদ বিমান দুর্ঘটনার রহস্যের মাঝেই ড্রিমলাইনারকে ক্লিনচিট ডিজিসিএ’র
বুধবার সকালে দিঘায় ভিড়তে শুরু করে একের পর এক ট্রলার। একের পর এক ইলিশ(Hilsa) মাছ নামানো হতে থাকে ট্রলার থেকে। এদিন মোট ১৫ টন ইলিশ দিঘায় উঠেছে বলে খবর। জলের রুপোলি শস্যের এক একটির ওজন ৫০০ গ্রাম থেকে দেড় কিলো পর্যন্ত বলে জানা গিয়েছে। ওই ইলিশ দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই সেগুলির দাম নির্ধারিত হয়েছে। দাম উঠেছে কেজি প্রতি ৬০০ থেকে দেড় হাজার টাকা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1935267055470817714
উল্লেখ্য, টানা ২ মাসের নিষেধাজ্ঞার সময়কাল কাটিয়ে ১৪ জুন গভীর রাতে সমুদ্রে মাছ ধরার জন্য বেরিয়েছিলেন মৎস্যজীবীরা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীরা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে পাড়ি দিয়েছিলেন। বুধবার একাধিক ট্রলার ফিরে এল ইলিশ-সহ অন্যান্য মাছ নিয়ে। ইলিশ জালে উঠেছে খবর পেয়েই মোহনার মাছবাজারে ভিড় করতে থাকেন ব্যবসায়ী থেকে সাধারণ মানুষজন। বর্ষার মরশুমে আগামী দিনে আরও ইলিশ জালে উঠবে, সেই আশাই করছেন ব্যবসায়ী থেকে মৎস্যজীবীরা।




