কলকাতা : বুধবারই তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন উত্তরবঙ্গের প্রবীণ কংগ্রেস নেতা শংকর মালাকার।(Shankar Malakar) এই আবহেই আসন্ন কালীগঞ্জের উপনির্বাচনের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল হাত শিবির। স্বাভাবিকভাবেই সেখানে নেই শংকর মালাকারের নাম। পাশাপাশি শোনা যাচ্ছে, আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনে মাটিগাড়া-নকশালবাড়ি আসনে শংকরকে প্রার্থী করতে পারে ঘাসফুল শিবির।
Read More: মমতার উন্নয়নযজ্ঞে মুগ্ধ হয়েই যোগ তৃণমূলে, জানালেন কংগ্রেসত্যাগী শংকর
আগামী ১৯ তারিখ উপনির্বাচন কালীগঞ্জ আসনে। ইতিমধ্যেই শাসক-বিরোধী উভয় শিবিরই প্রার্থী দিয়েছে। বামেদের সমর্থন নিয়ে কালীগঞ্জে প্রার্থী দিয়েছে কংগ্রেস। বুধবার ওই আসনের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করা হয়েছে কংগ্রেসের তরফে। ৩৪ জনের সেই তালিকায় নাম রয়েছেন অধীররঞ্জন চৌধুরী থেকে শুরু করে গুলাম আহমেদ মীর, দীপা দাসমুন্সিরা। নেই শংকর মালাকার।(Shankar Malakar) তিনি তৃণমূলে যাচ্ছেন, তা স্পষ্ট হতেই বাদ দেওয়া হয় তাঁকে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1930241880140169217
উল্লেখ্য, শংকর মালাকারের রাজনীতিতে প্রবেশ কংগ্রসের হাত ধরেই। উত্তরবঙ্গে মাটিগাড়া-নকশালবাড়ি এলাকার বিধায়ক ছিলেন তিনি। ২০১১ থেকে ২০২১, টানা দশ বছর বিধানসভায় হাত শিবিরের হয়ে জনপ্রতিনিধিত্ব করেছেন। উত্তরবঙ্গের একটা বড় অংশে বিশেষত তপসিলি সম্প্রদায়ের মধ্যে বেশ প্রভাব বিস্তার করেছিলেন। সেখানে কংগ্রেসের সংগঠন এখনও পর্যন্ত যথেষ্ট শক্তিশালী। ছাব্বিশ ভোটের আগে শংকর মালাকার শিবির বদল করতে পারেন, এমন জল্পনা শুরু ছড়িয়েছিল। সেই জল্পনাই সত্যি হল। বুধবার দুপুরে তৃণমূলের পতাকা হাতে তুলে নিচ্ছেন শংকর।