কলকাতা : মঞ্জুর হল না জামিন। খারিজ হয়ে গেল আবেদন। সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হওয়া ছাত্রী শর্মিষ্ঠা পানোলির মামলার শুনানি চলাকালীন উচ্চ আদালত(Kolkata High Court) স্পষ্ট জানাল, বাকস্বাধীনতার অধিকার থাকলেই কারোর ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অনুমতি মেলে না। শর্মিষ্ঠার জামিনের আবেদনও মঞ্জুর হয়নি এদিন। বরং দেশের ঐতিহ্যবাহী বৈচিত্র্যের কথা শর্মিষ্ঠাকে স্মরণ করিয়ে দিয়েছে হাইকোর্ট।
Read More: জটিল প্লাস্টিক সার্জারিতে জীবন ফিরে পেলেন রোগী, অসাধ্য সাধন এনআরএসের
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় পুণের ছাত্রী শর্মিষ্ঠা। দেশভক্তি, হিন্দুত্ববাদ নিয়ে বক্তব্য রেখে নানা ধরনের ভিডিও আপলোড করেন তিনি। জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের প্রশংসা করে তেমনই এক ভিডিওতে নানা কথা বলেছিলেন শর্মিষ্ঠা। কিন্তু তারই মধ্যে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করেন তিনি। চরম কুরুচিকর এবং অসম্মানজনক মন্তব্য করেন বলে অভিযোগ।শর্মিষ্ঠা ভিডিওটি পরে ডিলিট করে দিলেও ততক্ষণে তা দেখে ফেলেছে নেটাগরিকদের একটা বড় অংশ। শুরু হয় তীব্র বিতর্কের ঝড়।
এরপর কলকাতার এক থানায় শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। পরে এফআইআর দায়ের হয়। পরে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন শর্মিষ্ঠা। মঙ্গলবার আদালতে তোলা হয় শর্মিষ্ঠাকে। তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়ে আদালতের(Kolkata High Court) পর্যবেক্ষণ, “আমাদের দেশের একটি অংশের ভাবাবেগে আঘাত লেগেছে। সকলেরই বাকস্বাধীনতা রয়েছে কিন্তু তার অর্থ এই নয় যে অন্যদের ভাবাবেগে আঘাত করতে পারেন। আমাদের দেশ বৈচিত্র্যে ভরা।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1929878528838799774
পাশাপাশি হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে, শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে গার্ডেনরিচ ছাড়া বাকি যে এফআইআরগুলি হয়েছে সেগুলির ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এই একই অভিযোগের ভিত্তিতে আর নতুন করে কোনো এফআইআর করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। আগামী ৫ জুন পরবর্তী শুনানি হবে এই ইস্যুতে। সেদিনই রাজ্যকে ডায়েরি পেশ করতে বলা হয়েছে।




