কলকাতা : জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে অনন্য নজির গড়ল এনআরএস হাসপাতাল।(NRS Hospital) নতুন জীবন পেলেন রোগী। তাঁর বগলের পাশে তৈরি হয়েছিল এক অতিকায় গর্ত। পেট থেকে চামড়া নিয়ে তা বোজানো হল। অপারেশন হল সম্পূর্ণ বিনামূল্যে। কার্যত অসাধ্য সাধন করলেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের শল্য চিকিৎসা বিভাগের অধ্যাপক ডাঃ উৎপল দে, ডাঃ অনুপ কুমার, ডাঃ কণিষ্ক সামন্ত।
Read More: পাকিস্তানে ফের খতম কুখ্যাত জঙ্গি! রহস্যময় মৃত্যু শীর্ষ জইশ কমান্ডারের
বছর খানেক আগে মুর্শিদাবাদের এক বাসিন্দার পেটে ধরা পড়েছিল টিউমার। সে সময় চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, তাঁর শরীরে দানা বেঁধেছে রাউন্ড সেল সারকোমা। প্রয়োজনীয় অস্ত্রোপচার করে রেডিওথেরাপি বিভাগে যেতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু আর ‘ফলো-আপ’ করায়নি রোগী। এরপর আচমকাই একদিন বাঁ হাতে ঝিনঝিনে অনুভূতি হয়। ক্রমশ জোর হারিয়ে যেতে থাকে। বাঁ হাত দিয়ে কোনও কিছু ধরতে পারতেন না রোগী। এরপর একদিন তিনি ফের হাজির হন নীলরতনের আউট পেশেন্ট ডিপার্টমেন্টে। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন পেটের ওই ‘রাউন্ড সেল সারকোমা’ এবার বাসা বেঁধেছে রোগীর বাহুমূলের ঠিক তলায়।
এনআরএসের(NRS Hospital) শল্য চিকিৎসা বিভাগের অধ্যাপক ডাঃ উৎপল দে জানিয়েছেন, সে সময় রেডিওথেরাপি করিয়ে নিলে এমনটা হত না। চিকিৎসকরা রোগীর বাঁ হাতের ওই জায়গা পরীক্ষা করে দেখেন, যেখানে টিউমার সেখান দিয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ স্নায়ু, ব্লাড ভেসেল বা রক্তনালিকা। রয়েছে অক্সিলারি আর্টারি। যা বাহু, কাঁধে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে। টিউমারটা সেগুলিকে ক্রমাগত চাপ দিচ্ছে। একাধিক হাসপাতালে রোগীকে বলা হয়, টিউমারটা কেটে বাদ দিতে হলে হাতটাই বাদ যাবে! চিকিৎসকরা জানিয়েছেন, সাড়ে চার কেজি ওজনের টিউমার ১০ সেন্টিমিটার লম্বা, ১২ সেন্টিমিটার চওড়া। হাত বাদ যাবে, এহেন আশঙ্কায় রোগী ভয় পেয়েছিলেন। তবে শেষমেশ বাদ দিতে হয়নি হাত। হাত বাঁচিয়ে শরীর থেকে মাংসপিণ্ড বাদ দেন শল্যচিকিৎসকরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1929876744518992315
তবে এর ফলে এক বিশাল গর্ত তৈরি হয় রোগীর বাহুমূলে। ডাঃ উৎপল দে জানিয়েছেন, টিউমারটা ছিল বগলের পিছনে। আঁকড়ে ছিল চেস্ট ওয়াল। যেহেতু রাউন্ড সেল সারকোমা একধরনের ক্যানসার, তাই সমূলে বাদ দিতে হত টিউমারটা।
অস্ত্রোপচারের আগে রোগীর সিটি স্ক্যান করা হয়। করা হয় এমআরআই। দেখা যায় টিউমারটা হাতের ব্লাড ভেসেল আর স্নায়ুজালিকাগুলিকে চেপে ধরেছে। টিউমারটা বাদ দিতে গিতে বিশাল একটা গর্ত তৈরি হয় বাহুমূলে। সে গর্ত বোজাতে প্রয়োজন ছিল প্লাস্টিক সার্জারির। শেষমেশ পেটের থেকে চামড়া তুলে সেই গর্ত বুজিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসা পরিভাষায় তা ‘অ্যাডভান্সমেন্ট ফ্ল্যাপ’। অস্ত্রোপচারের পর রোগীকে পাঠানো হয়েছে রেডিওথেরাপি ডিপার্টমেন্টে। আপাতত সুস্থ আছেন তিনি।




