আহমেদাবাদ : মঙ্গলবার আইপিএল ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। কলকাতায় বৃষ্টির পূর্বাভাসের(Rain Forecast) কারণে ইডেন থেকে আইপিএলের ফাইনাল আহমেদাবাদে সরিয়ে নিয়ে গিয়েছিল বিসিসিআই। কিন্তু সেখানেও রয়েছে বৃষ্টির ভ্রূকুটি! আহমেদাবাদের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা বিঘ্ন ঘটাতে পারে খেলায়।
Read More: খালিস্তানি জঙ্গি নেতা যোগ! সেনার তথ্য পাচার করে পাঞ্জাবে গ্রেফতার পাক গুপ্তচর
আহমেদাবাদের আবহাওয়া দফতরের ডিরেক্টর অরুণকুমার দাসানে জানিয়েছেন, “হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অহমদাবাদ এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মেঘলা থাকবে।” খেলা শুরু সন্ধ্যা ৭.৩০টা থেকে। টস হবে ৭টায়। অ্যাকুওয়েদার অনুযায়ী, সেই সময় বৃষ্টির সম্ভাবনা ৫ শতাংশ। যা পরের দিকে কমে ২ শতাংশ হবে।
এদিন বৃষ্টির কথা(Rain Forecast) মাথায় রেখে ম্যাচ শেষ করার জন্য ১২০ মিনিট অতিরিক্ত সময় রাখা হয়েছে। মঙ্গলবার কোনও ভাবেই খেলা সম্ভব না হলে রয়েছে রিজার্ভ ডে। একমাত্র ফাইনালের জন্যই বাড়তি একটি দিন বরাদ্দ রেখেছে বিসিসিআই। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দ্বিতীয় দিনও বৃষ্টির জন্য খেলা সম্ভব না হলে সুবিধা পাবে লিগ পর্বে এগিয়ে থাকা দল। সেই হিসাবে এগিয়ে থাকবে পাঞ্জাব কিংস। পয়েন্ট তালিকায় শ্রেয়স আয়ারেরা ছিলেন শীর্ষে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছিল দ্বিতীয় স্থানে। তাই বৃষ্টিতে ম্যাচ বানচাল হলে ট্রফি পাবে পাঞ্জাব।
Link: https://x.com/ekhonkhobor18/status/1929848271553356019
প্রসঙ্গত, ভারত-পাকিস্তান সংঘাতের কারণে আইপিএল এক সপ্তাহ স্থগিত ছিল। আইপিএলের শুরুতে যে সূচি তৈরি করা হয়েছিল, তাতে কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল হওয়ার কথা ছিল ইডেনে। কিন্তু পরিবর্ত সূচিতে সেই দু’টি ম্যাচ দেওয়া হয় আহমেদাবাদে। কলকাতায় জুনের প্রথম দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ম্যাচ সরিয়ে দিয়েছিল বোর্ড। যদিও দ্বিতীয় কোয়ালিফায়ারের দিন (১ জুন) কলকাতায় বৃষ্টি না হলেও আহমেদাবাদে হয়েছিল। যে কারণে ম্যাচ ২ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে শুরু হয়েছিল। ফাইনালেও কি বাধ সাধবে বৃষ্টি? তেমনই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর।