প্রতিবেদন : দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে প্রায় সব খেতাবই জিতেছেন তিনি। বাকি রয়ে গিয়েছে কেবল আইপিএল ট্রফি। তিনবার ফাইনাল খেললেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পাননি বিরাট কোহলি। অষ্টাদশ আইপিএলে ফের ফাইনালে পৌঁছেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার আহমেদাবাদে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে তারা। খেতাব জয়ের স্বপ্নে বিভোর আরসিবি ভক্তকুল। এবার কি শেষমেশ কাটবে ট্রফির খরা? ‘অধরা মাধুরী’ ছুঁতে চলেছেন বিরাট? তা সময়ই বলবে। আরসিবি অধিনায়ক রজত পাতিদার(Rajat Patidar) জানিয়েছেন, বিরাটের জন্য ট্রফি জিততে আপ্রাণ চেষ্টা করবেন তাঁরা।
Read More: বাঙালির পাতে মিলবে না ইলিশ, পমফ্রেট! ২ মাস মাছ ধরায় জারি নিষেধাজ্ঞা
সোমবার প্রাক্-ফাইনাল যুগ্ম সাংবাদিক সম্মেলনে এসেছিলেন দুই দলের দুই অধিনায়ক রজত পাতিদার(Rajat Patidar) এবং শ্রেয়স আইয়ার। রজত জানান, ‘‘বিরাট আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলকেও কম কিছু দেয়নি। তাই আমরা চাই, কোহলিকে এবার কিছু উপহার দিতে। এটুকু বলতে পারি, সর্বাত্মক চেষ্টা করব আমরা।’’ পাশাপাশি তাঁর কথায়, ‘‘আমরা চাইছি, নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে। আবারও বলছি, আমরা স্টেজ নিতে আসিনি। সহজভাবে ক্রিকেট খেলে, ফাইনাল জিততে চাই আমরা।’’
Link: https://x.com/ekhonkhobor18/status/1929821577102696874
দলে বিরাটের মতো ‘গ্লোবাল’ তারকার উপস্থিতির কারণে ভারতবর্ষের যে মাঠেই খেলতে যাক না কেন আরসিবি, বিপুল জনসমর্থন পেয়ে থাকে তারা। তাতে টিমের বেশ লাভই হয় বলে মনে করেন রজত। জানিয়েছেন, ‘‘আমরা যেখানেই খেলতে যাই, এতই উত্তুঙ্গ জনসমর্থন পেয়ে থাকি যে, মনে হয় ঘরের মাঠে খেলছি।’’ তবে একটা বিষয় খানিক চিন্তায় রাখছে আরসিবি’কে। তা হল, টিম ডেভিডের উপস্থিতি ঘিরে সংশয়। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে আরসিবি’র হয়ে শেষ দু’টি ম্যাচ খেলতে পারেননি ডেভিড। অজি পাওয়ার হিটারকে পাঞ্জাবের বিরুদ্ধে পাওয়া যাবে কি? উত্তরে পাতিদার বললেন, ‘‘রাতের দিকে জানতে পারব। এখনও আমার কাছে ডেভিডের ফিটনেস আপডেট নেই’’, জানালেন পাতিদার। সবমিলিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বেঙ্গালুরু-পাঞ্জাবের যুযুধান লড়াইয়ের অপেক্ষায় এখন থেকেই উত্তেজনায় ফুটছেন ক্রিকেটপ্রেমীরা।