কলকাতা: বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সিটি গ্যাস বিতরণ প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর আলিপুরদুয়ারের জনসভা থেকে এ রাজ্যের ‘পাঁচটি সংকট’-এর কথা উল্লেখ করে শাসকদল তৃণমূলকে আক্রমণও করেন তিনি। তার জবাব দিতে দুপুরেই নবান্নে সাংবাদিক বৈঠকের ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) পাল্টা জবাব দিতে মোদীকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More: ‘কালই ভোট করুন!’ সুকান্তর ‘অপারেশন বেঙ্গল’কে চ্যালেঞ্জ মমতার
নরেন্দ্র মোদীকে লক্ষ্য করেও সরাসরি আক্রমণ শানালেন মমতা।(Mamata Banerjee) বললেন, ‘‘উনি আগে নিজেকে চা-ওয়ালা বলতেন। পরে বললেন, পাহারাদার! আর এখন সিঁদুর বেচতে এসেছেন?’ মোদীর জনসভা নিয়ে মমতা বলেন, ‘‘উনি বিভাজনের রাজনীতি করছেন। কেন আজ ওঁকে অসম থেকে লোক নিয়ে আসতে হল? তার মানে উত্তরবঙ্গের মানুষ ওঁকে চিনে গিয়েছেন। ওঁর উপর আর মানুষের বিশ্বাস নেই।’’
বিজেপিশাসিত রাজ্যগুলিকে নিশানা করে মোদীর আক্রমণের জবাব দিয়ে মমতা বলেন, ‘‘আগে নিজের দোষ দেখুন। আপনাদের দুর্নীতি অনেক বেশি। কোনও কিছুতে দুর্নীতি ধরা পড়লে সরকারকে পদক্ষেপ করতে হয়। কিন্তু যখন আপনার গুজরাতে, মধ্যপ্রদেশে পাকিস্তানের চরবৃত্তি করার জন্য কেউ ধরা পড়েন, তখন আপনারা কী করেন?’’ পাশাপাশি মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ‘বন্ধুত্ব’-এর সম্পর্ক নিয়ে খোঁচা দিয়ে বলেন, ‘‘ এত বড় নেতা আপনি, আমেরিকা বললেই চুপ হয়ে যান!’’
Link: https://x.com/ekhonkhobor18/status/1928056822293758396
আবার, ভারতের ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে মমতা বলেন, ‘‘ওই অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’ ওঁরা দিয়েছেন। এই নাম দেওয়া হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে। যে সময় বিরোধিরাও দেশের হয়ে গলা ফাটাচ্ছেন, সেই সময় নির্বাচনী প্রচারের অংশ হিসাবে এখানে রাজনীতির হোলি খেলতে এসেছেন প্রধানমন্ত্রী!’’
উল্লেখ্য, মোদীর উল্লিখিত পাঁচটি ‘সঙ্কট’ প্রসঙ্গে পাল্টা জবাব দেয় তৃণমূলও। এসএসসি দুর্নীতির প্রসঙ্গে সর্বভারতীয় স্তরের নানা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস, নিট পরীক্ষায় দুর্নীতি, ৪৫ শতাংশ বেকারত্বের হার— ইত্যাদি নানা উদাহরণ তুলে মোদী সরকারকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূলও। ১০০ দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা থেকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে’ বাংলাকে বঞ্চিত করা নিয়েও প্রশ্ন তোলে তারা।