কলকাতা : বৃহস্পতিবার শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফর। এদিন আলিপুরদুয়ারে জনসভা করলেন তিনি। সেখান থেকেই লাগামহীন আক্রমণ করলেন বাংলার সরকারকে। তাঁর সভা শেষের পরই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তার কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) একহাত নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও।
Read More: ‘কুৎসা করতে আসছেন!’ বাংলা সফর প্রসঙ্গে মোদীকে তুলোধোনা তৃণমূলের
পহেলগাঁও জঙ্গি হামলার প্রত্যাঘাতস্বরূপ পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে একাধিক পাক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সেনার প্রশংসা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরও বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে বাংলার তৃণমূল সরকারকে নানা ইস্যুতে আক্রমণ করেছেন মোদী।
এরই পাশাপাশি, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার রাজ্য থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিয়ে অপারেশন সিঁদুরের মতো ‘অপারেশন বাংলা’র কথা উল্লেখ করেছেন। তারও সপাট জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) তথা তৃণমূল সুপ্রিমো। “চ্যালেঞ্জ করছি, আমরা ‘অপারেশন বাংলা’র জন্য তৈরি। কালই ভোট করুন। দেখা যাবে। বাংলার ক্ষমতা কখনও বিজেপির হাতে যাবে না। কারণ সাংস্কৃতিক পার্থক্য”, নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে জানালেন মমতা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1928048261987803486
উল্লেখ্য, বাংলায় ভোটের ঘণ্টা বাজলেই ‘পরিযায়ী পাখি’র মতো বারবার ছুটে আসেন দিল্লির বিজেপি নেতা, মন্ত্রীরা, বারবারই এমন অভিযোগ করেছে তৃণমূল। প্রধানমন্ত্রীর বক্তব্যের পালটা জবাব দিতে গিয়ে মমতার গলায় উঠে এল সেই প্রসঙ্গও। “আপনাকে খোলা চ্যালেঞ্জ জানাচ্ছি। আজ বাংলা নিরাপদ বলে আপনি ঠিক নির্বাচনের আগে এখানে আসেন। আসেন বাংলার মানুষকে ভুল বোঝাতে, কুৎসা রটাতে, ষড়যন্ত্র করতে। এতদিনেও মণিপুর গেলেন না কেন? আপনার তো আগে ওখানে যাওয়া উচিত ছিল”, স্পষ্ট বক্তব্য তৃণমূল সুপ্রিমোর।