আলিপুরদুয়ার: বৃহস্পতিবারই শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফর। এদিন আলিপুরদুয়ারে সভা করছেন তিনি। আর তার ঠিক প্রাকলগ্নেই বড়সড় বিতর্কে জড়াল বঙ্গ বিজেপি।(Bengal BJP) সভার বিজ্ঞাপনী পোস্টারে দেখা গেল আলিপুরদুয়ারের দলবদলকারী বিধায়ক সুমন কাঞ্জিলালের নাম!
Read More: কবে মিলবে প্রাপ্য মজুরি! মোদী আসার আগে বিক্ষোভ কেন্দ্রের অধীনস্থ চা-বাগানে
বিগত বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন তিনি। তবে ২ বছর পর, ২০২৩ সালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন। সেই থেকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সঙ্গেই রয়েছেন। অংশ নেন তৃণমূলের দলীয় কর্মসূচিতেও। ছাব্বিশের বিধানসভার আগে প্রধানমন্ত্রী মোদীর বাংলা সফরের বিজ্ঞাপনে তাঁর নাম নিয়ে নতুন করে মাথাচাড়া দিল বিতর্ক।
‘অপারেশন সিঁদুর’ আবহে এই প্রথম বঙ্গ সফর করছেন মোদী। সেই সভার বিজ্ঞাপনে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, উত্তরবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের নামের সঙ্গে জ্বলজ্বল করছে ‘দলবদলু’ সুমন কাঞ্জিলালের নামও। ২০২৩ সালে দলবদল করেন বিজেপি বিধায়ক সুমন। বিজেপির(Bengal BJP) সঙ্গে আর কোনও যোগাযোগ নেই তাঁর। এই পরিস্থিতিতে মোদীর সভার বিজ্ঞাপনে তাঁর নাম দেখে হতবাক অনেকেই।
Link: https://x.com/ekhonkhobor18/status/1928031318056530148
বিষয়টি নিয়ে বিধায়ক সুমন কাঞ্জিলালের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। সাফাই দিতে ছাড়েনি গেরুয়া শিবির। জেলা বিজেপির বক্তব্য, জনপ্রতিনিধি হিসেবেই নাকি প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে! তবে এই পোস্টার-বিভ্রাট যে নতুন করে পদ্ম-নেতৃত্বের মাথাব্যথা বাড়াল, তা বলাই বাহুল্য।