শ্রীনগর : ভূস্বর্গে সন্ত্রাস দমনে ফের সাফল্য পেল সেনা।(Army )বানচাল হল নাশকতার ছক। শোপিয়ান জেলায় অভিযান চালিয়ে ২ লস্কর জঙ্গিকে পাকড়াও করল সেনা ও পুলিশের যৌথবাহিনী। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে।
Read More: প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে ডাক পাননি বিজেপির প্রাক্তন সাংসদ! মুখ খুললেন দিলীপ ঘোষ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন শোপিয়ান জেলার বাসকুচান ইমাম সাহেবে যৌথ ভাবে অভিযান চালায় ৪৪ রাষ্ট্রীয় রাইফেল(Army), সিআরপিএফের ১৭৮ ব্যাটিলিয়ন এবং পুলিশ। দুই জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে, দুটি একে ৫৬ রাইফেল, ৪টি ম্যাগাজিন, ১০২ রাউন্ড গুলি এবং হ্যান্ড গ্রেনেড।
Link: https://x.com/ekhonkhobor18/status/1928002367728869483?s=19
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ পর্যটককে হত্যা করে জঙ্গি সংগঠন টিআরএফের জঙ্গিরা। পালটা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। এই আবহে ভূস্বর্গে জঙ্গি দমন অভিযান বাড়তে থাকে। গত কয়েক সপ্তাহে উপত্যকার একাধিক জেলায় অভিযান চালিয়ে একাধিক জঙ্গি খতম করেছে সেনা, সিআরপিএফ এবং পুলিশ।




