কলকাতা : কয়েকদিন আগেই কলকাতার ধর্মতলায় বিপুল পরিমাণ কার্তুজ-সহ(Cartridge Case)এসটিএফের হাতে গ্রেফতার হন রামকৃষ্ণ মাজি নামে এক যুবক। শোনা যাচ্ছে যে, তিনি সক্রিয় বিজেপি কর্মী ছিলেন। এক পোস্টারে সুকান্ত মজুমদারের পাশে তাঁর ছবি থাকা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে রাজনৈতিক মহল। রামকৃষ্ণকে ধারাবাহিক জেরা করে বেশ কিছু তথ্য ও বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, উদ্ধার হওয়া কার্তুজের সঙ্গে বিহার যোগ থাকতে পারে বলেও অনুমান গোয়েন্দাদের!
Read More: বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! উড়ো ফোনে চাঞ্চল্য ছড়াল মুম্বই বিমানবন্দরে
গত রবিবার বর্ধমানের কেতুগ্রাম থেকে বাসে করে কলকাতায় ধর্মতলায় নেমেছিলেন রামকৃষ্ণ। গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফের দল হানা দিয়েছিল সেখানে। উদ্ধার হয়েছিল ১২০ রাউন্ড কার্তুজ।(Cartridge Case)তারপরই গ্রেফতার করা হয় রামকৃষ্ণকে। এখন এসটিএফের হেফাজতে রয়েছেন তিনি। তাঁকে জেরা করেই আরও তিন-চারজনের নাম পাওয়া গিয়েছে বলে প্রাথমিকভাবে জানাচ্ছে সূত্র। সেই ব্যক্তিদের খোঁজও শুরু হয়েছে। ধৃত রামকৃষ্ণ ক্যারিয়ার হিসেবে ওই কার্তুজ কলকাতায় এনেছিলেন। হলদিয়া-যোগও পাওয়া যাচ্ছে। ফলে তাঁর সঙ্গে একাধিক ব্যক্তি যোগাযোগ করে থাকবে, তেমনই অনুমান করা হচ্ছে। এর পিছনে একটা বড় চক্র কাজ করছে বলেই মনে করছেন তদন্তকারীরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1927321316954103830?s=19
পাশাপাশি গোয়েন্দাদের অনুমান, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ কার্তুজ বিহার থেকে আসতে পারে। সাম্প্রতিক অতীতে একাধিক অস্ত্র-কার্তুজ উদ্ধারের ঘটনায় মুঙ্গের-যোগ পাওয়া গিয়েছে। বাজেয়াপ্ত হওয়া সেসব কার্তুজের সঙ্গে নতুন উদ্ধার হওয়া কার্তুজের মিল আছে, সেই কথাও গোয়েন্দাদের সূত্রে জানা গিয়েছে। রামকৃষ্ণের কাছ থেকে আরও তথ্য পাওয়া যেতে পারে বলেও মনে করছে এসটিএফ।




