কলকাতা : এবার ‘হেরিটেজ বিল্ডিং’য়ের তকমায় ভূষিত হতে চলেছে কলকাতার ৪৮-এ কৈলাস বোস স্ট্রিটের বাড়িটি। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় এই বাড়িতেই অনুষ্ঠিত হয়েছিল ভারতের প্রথম বিধবা বিবাহ। ইতিমধ্যেই কলকাতা পুরসভার(Kolkata Municipal Corporation) উদ্যোগে বাড়িটিকে ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।
Read More: হুমকি মেল ঘিরে চাঞ্চল্য! বোমাতঙ্ক পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে
বিদ্যাসাগরের অদম্য লড়াইয়ের পর ব্রিটিশশাসিত ভারতে ১৮৫৬ সালের ২৬ জুলাই পাশ হয় বিধবা বিবাহ আইন। সেই বছরেরই ৭ ডিসেম্বর কলকাতার ৪৮-এ কৈলাস বোস স্ট্রিটের বাড়িতে প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়েছিল। নিজে উপস্থিত থেকে এক বিধবা তরুণীর বিবাহ সম্পন্ন করেন বিদ্যাসাগর। স্থানীয়দের দাবি এবং বিভিন্ন ঐতিহাসিক পত্রপত্রিকা অনুযায়ী, সেই সময় বাড়িটির ঠিকানা ছিল ১২ সুকেশ স্ট্রিট। পরবর্তীতে তা হয় ৪৮ এবং ৪৮-এ কৈলাস বোস স্ট্রিট।
শতাব্দীপ্রাচীন এই বাড়িটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের গরিমায় উজ্জ্বল হয়ে। বিশাল এলাকা জুড়ে নির্মিত হলেও ভবনের অধিকাংশই পরিত্যক্ত। বসবাস করেন না কেউ। বাড়িটির বর্তমান মালিক থাকেন শহরের বাইরে। এক জন পরিচারিকা, এক পুরোহিত এবং এক বেসরকারি নিরাপত্তারক্ষী রয়েছেন দেখাশোনার দায়িত্বে। সম্প্রতি বাড়িটির কথা জানতে পারেন কলকাতা পুরসভার(Kolkata Municipal Corporation) মেয়র পারিষদ (হেরিটেজ) স্বপন সমাদ্দার। বিস্তারিত খোঁজখবর নিয়ে কলকাতার এই ঐতিহ্যকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনিই।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925506957592428574
অবিলম্বে কলকাতার এই ঐতিহ্যকে রক্ষা করে আগামী প্রজন্মের জন্য সংরক্ষিত করাই লক্ষ্য কলকাতা পুরসভার। জানানো হয়েছে, শহরের ইতিহাস ও সংস্কৃতিকে সম্মান জানিয়ে এই বাড়িটি সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘ঐতিহ্যশালী বাড়ি’র তালিকায় অন্তর্ভুক্ত হলে ভবিষ্যতে এই বাড়ির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য সরকারি সহযোগিতা পাওয়া যাবে। ‘‘এমন একটি ঐতিহ্যশালী এবং ঐতিহাসিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বাড়ি যে কলকাতা শহরে রয়েছে তা পুরসভা কর্তৃপক্ষের জানাই ছিল না। মেয়র পরিষদ স্বপন সমাদ্দার যখন বিষয়টি নিয়ে পুরসভার আধিকারিকদের নির্দেশ দেন, তখনই বিষয়টি আমাদের নজরে আসে। আমরা দ্রুততার সঙ্গে বাড়িটিকে ঐতিহ্যশালী তকমা দিতে উদ্যোগী হয়েছি’’, জানিয়েছেন কলকাতা পুরসভার জনৈক আধিকারিক।




