নয়াদিল্লি : ভারত-পাক সংঘাতের আবহে ফের প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। দিল্লি থেকে পুলিশের জালে ধরা পড়ল এক আইএসআই এজেন্ট।(ISI Agent) তারপরই জানা গেল, পহেলগাঁওয়ে হামলার আগে ভারতে বড়সড় নাশকতার ছক কষেছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা। ধৃতের নাম আনসারুল মিঁয়া আনসারি। সূত্রের খবর, ধৃত এই ব্যক্তি নেপালি বংশোদ্ভূত। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাকে।
Read More: রহস্যময় ড্রোনের মালিকানা খুঁজতে তৎপর কলকাতা পুলিশ, বাড়ছে নজরদারি
জানা গিয়েছে, আনসারুলকে নাশকতার যাবতীয় দায়িত্ব দিয়েছিল আইএসআই। দিল্লির একটি হোটেল থেকে তাঁকে(ISI Agent) গ্রেফতার করেছে পুলিশ। এ বছরের জানুয়ারি থেকে রাজধানী জুড়ে বিশেষ অভিযানে নামে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং দিল্লি পুলিশের বিশেষ সেল। সেই অভিযানের সময়েই আনসারুলের হদিশ পান গোয়েন্দারা। তার পরই সে ধরা পড়ে।

সূত্র অনুযায়ী, আইএসআই-এর মদতে পাকিস্তান থেকে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছিল আনসারুল। পাকিস্তানে পালানোর চেষ্টাও করছিল। কিন্তু তার আগেই তাঁকে ধরে ফেলে পুলিশ। সূত্রের খবর, জেরায় আনসারি জানিয়েছেন, কোথায় কোথায় তাদের জাল বিছিয়ে রেখেছে আইএসআই। তাই নয়, প্রতিরক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহ করে সেগুলি পাকিস্তানে পাচার করার দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। আনসারির কাছ থেকে উদ্ধার হওয়া নথি এবং ‘ডিজিটাল ডিভাইস’-এর ফরেন্সিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। সূত্রের খবর, সেখান থেকে উদ্ধার করা হয়েছে ভারতের সশস্ত্র বাহিনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, কাতারে ট্যাক্সিচালকের কাজ করতেন আনসারি। সেই সময় পাক ‘হ্যান্ডলার’-এর সঙ্গে তাঁর যোগাযোগ হয়। কাতার থেকে তার পর পাকিস্তানে যান আনসারি। সেখানে চরবৃত্তির প্রশিক্ষণ নেওয়ার পর তাঁকে ভারতে পাঠায় আইএসআই।
Link: https://x.com/ekhonkhobor18/status/1925473182430974374
উল্লেখ্য, আনসারিকে জেরা করে আরও এক সন্দেহভাজন আখলাক আজম নামে এক ব্যক্তিকে রাঁচী থেকে গ্রেফতার করা হয়েছে। আজমই আনসারিকে নিরাপত্তা সংক্রান্ত সমস্ত তথ্য জোগাড়ে মদত দিতেন। ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, পহেলগাঁওয়ের আগে ভারতের মাটিতে বড়সড় নাশকতার ছক কষেছিল আইএসআই। আর কারা ‘স্লিপার সেল’ হিসাবে কাজ করছে, তাদের হদিশ পেতে ধৃত আনসারি এবং আজমকে জেরা করে জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে সূত্র।