কলকাতা: চলতি মাসেই উত্তরবঙ্গ সফরে(North Bengal Visit) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে সেকথা নিজেই জানান তিনি। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর।
Read More: পাক গারদে চলত চূড়ান্ত নির্যাতন! মুক্তির পর বন্দিদশার বিরবণ পূর্ণমের
মুখ্যমন্ত্রী জানান, “আগামী ১৯ মে শিল্পমহলকে নিয়ে সিনার্জিক অনুষ্ঠান রয়েছে। পরদিন ২০ মে, ওদলাবাড়িতে বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠান। ২১ মে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক।” বৈঠকে থাকবেন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের প্রতিনিধিরা থাকবেন। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহের প্রতিনিধিরা ভার্চুয়ালি যোগ দেবেন বৈঠকে। ২২ মে কলকাতায় ফিরে আসার কথা তাঁর।
পাশাপাশি, নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন শিল্পবার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, “দ্রুত শিল্পায়ন আমাদের লক্ষ্য। পুরুলিয়ার রঘুনাথপুরে ১০টি জমি চিহ্নিত করা হয়েছে। পুরুলিয়া, পানাগড়, দুর্গাপুরে একাধিক সংস্থাকে জমি দেওয়া হয়েছে। কর্মক্ষেত্র তৈরি সরকারের লক্ষ্য। কয়েকশো কোটি টাকা বিনিয়োগ হবে। ইন্ডাস্ট্রিয়াল পার্কে একাধিক সংস্থাকে জমি দেওয়া হয়েছে। বাংলায় শিল্পের জন্য আরও অনেকে জমি চাইছেন।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1922963812216394136
মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বাংলায় শিল্পায়নের ফলে ক্রমশ বাড়ছে কর্মসংস্থান। ইস্পাত শিল্পে কর্মসংস্থান আরও বাড়বে বলেই আশাবাদী মুখ্যমন্ত্রী। এদিন তিনি আরও জানান, রাজ্যের প্রায় প্রত্যেক জেলায় একটি করে বড় শপিং মল বা বিগ মার্কেট খোলা হবে। যেখানে হস্তশিল্পীরা নিজের হাতে তৈরি জিনিসপত্র সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দিতে পারবেন। তার ফলে বাড়বে আয়। এদিন দিঘা নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করেন মমতা। ভালো জমি পেলে দিঘায় বড় বাজার তৈরি হবে বলে জানিয়েছেন তিনি।