Uttar Pradesh মৃতদেহের পায়ে বাঁধা রয়েছে একটি কাপড়। সেই কাপড় ধরে দেহ একপ্রকার টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন দু’জন! ভয়াবহ এই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। ভিডিওটি প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছেন প্রত্যেকে। ঘটনাস্থল বিজেপিশাসিত উত্তরপ্রদেশের ঝাঁসি। উল্লেখ্য, এর আগেও ঝাঁসির মর্গে অ্যাম্বুল্যান্স থেকে দেহ ছুড়ে ফেলার ঘটনা প্রকাশ্যে আসে। আর এবার নয় সেকেন্ডের এই ভিডিও শোরগোল ফেলে দিয়েছে দেশ জুড়ে। যাঁরা দেহ টেনে নিয়ে যাচ্ছেন, তাঁদের মুখ যদিও দেখা যায়নি ভিডিওয়। তাঁরা দু’জন অ্যাম্বুল্যান্সের চালক বলেই মনে করা হচ্ছে। ভিডিওতে দেখে ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Read More: সাতসকালে ভয়াবহ ভূমিকম্প নেপাল-তিব্বত সীমান্তে – কেঁপে উঠল বাংলাও
‘ডবল ইঞ্জিন’ যোগীরাজ্যে এমন নৃশংসতার চিত্র নতুন নয়। গত বছর সেপ্টেম্বর মাসেই উত্তরপ্রদেশের হাথরাসে কালোজাদুর শিকার হয় দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া। স্কুলের উন্নতির আশায় নাবালককে বলি দেওয়ার অভিযোগে পুলিশের জালে আটক হয় ৫ জন। গত ৩০ অগাস্ট উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় এক মহিলা অ্যাম্বুলেন্সে করে অসুস্থ স্বামীকে নিয়ে ঘরে ফেরার সময় অ্যাম্বুল্যান্সের চালক ওই মহিলাকে শ্লীলতাহানি করে এবং তারপর তাঁর স্বামীর অক্সিজেন সাপোর্ট খুলে নিয়ে তাঁকে বাইরে ছুড়ে ফেলে দেয়। এবার প্রকাশ্যে এল মৃতদেহ টেনে হিঁচড়ে মর্গে নিয়ে যাওয়ার ঘটনা। স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে যোগী প্রশাসন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1876602643981988244?s=19




