Mamata Banerjee সফল রাজ্য পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ধর্ষণ ও হত্যার মামলার অভিযুক্তকে ৬২ দিনের মধ্যে দোষী সাব্যস্ত করে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হল। শুক্রবার বারুইপুরের পকসো আদালত দোষীর সাজা ঘোষণা করেছে। পুলিশ ও প্রসিকিউশন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “২০২৪ সালের অক্টোবরের ৪ তারিখে জয়নগরে নাবালিকাকে নৃশংস ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত মামলার অভিযুক্তকে আজ বারুইপুরের পকসো আদালত ৬২ দিনের মধ্যে মৃত্যুদণ্ড দিয়েছে৷ মাত্র দু’মাসের মধ্যে এমন একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া এবং মৃত্যুদণ্ড দেওয়া রাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। এই অসামান্য কৃতিত্বের জন্য আমি রাজ্য পুলিশ এবং প্রসিকিউশন প্রক্রিয়ার সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানাই। মহিলাদের বিরুদ্ধে অপরাধের প্রতি সরকারের শূন্য সহনশীলতা রয়েছে। এবং ন্যায়বিচার যাতে দ্রুত হয় তা নিশ্চিত করাই লক্ষ্য”, এক্স হ্যান্ডলে লিখেছেন তিনি।
Read More: বিলুপ্তপ্রায় প্রাণীদের রক্ষায় গুরুত্বপূর্ণ উদ্যোগ – নয়া প্রকল্পের ব্যবস্থা রাজ্য সরকারের
মূল অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা দিয়েছে আদালত৷ গতকাল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। আজ ফাঁসির সাজা ঘোষণা করেন বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সুব্রত চট্টোপাধ্যায়৷ অভিযুক্তের ফাঁসির সাজা চেয়েই সওয়াল করেছিলেন বিশেষ সরকারি আইনজীবী৷ জয়নগরের ঘটনায় দোষীর ফাঁসির সাজা হতেই এক্স হ্যান্ডলে রাজ্য পুলিশের তরফে একটি পোস্ট করা হয়। “জাস্টিস ফর জয়নগর! এই রায় নজিরবিহীন। নাবালিকাকে ধর্ষণ-খুনের মামলায় ঘটনার মাত্র ৬২ দিনের মধ্যে অভিযুক্তের ফাঁসির আদেশ, এর আগে পশ্চিমবঙ্গে কখনও ঘটেনি। এই মামলার তদন্তে আমাদের একটাই উদ্দেশ্য ছিল, যত দ্রুত সম্ভব নির্যাতিতা এবং তার পরিবারকে ন্যায়বিচার দেওয়া। মেয়েটি আর ফিরবে না। কিন্ত যে অভূতপূর্ব দ্রুততায় তাকে এবং তার পরিবারকে আমরা বিচার দিতে পেরেছি, দীর্ঘদিন বিচারহীন থাকতে হয়নি, এটুকুই আমাদের সান্ত্বনা, আমাদের প্রাপ্তি”, এমনই লেখা হয়েছে উক্ত পোস্টে।
Link: https://x.com/MamataOfficial/status/1864988058703015989?t=l5Io_oHheJv30_IpaXIMDA&s=19




