সম্প্রতি বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে ঝাড়খণ্ডে। টানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন হেমন্ত সোরেন। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বাংলার মুখ্যমন্ত্রী রাঁচি সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই তিনি রওনা দেবেন রাঁচির উদ্দেশে। শপথ গ্রহণ অনুষ্ঠানের সেরে আবার তিনি কলকাতায় ফিরবেন সেদিনই। হেমন্ত সোরেনের আগে ঝাড়খণ্ডের কোনও মুখ্যমন্ত্রীই ভোটে জিতে পরপর দু’বার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেননি। হেমন্ত সেই নজির গড়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মমতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন হেমন্ত।
বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠান দুপুর সাড়ে তিনটেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শেই এই সময় নির্ধারিত হয়েছে। মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে ফের কলকাতায় ফিরে আসবেন বৃহস্পতিবারই। উল্লেখ্য, ঝাড়খণ্ডের ৮১টি বিধানসভা আসনের মধ্যে ৫১টিতেই জিতে এবার সরকার গড়ছেন হেমন্ত।