বিভিন্ন প্রসঙ্গে, বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘লক্ষ্মীর ভাণ্ডার’কে ‘ভিক্ষা’, ‘দান খয়রাতি’ বলে কুৎসিত আক্রমণ করে এসেছেন বঙ্গ বিজেপির নেতারা। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর আবেদন করলেন খোদ বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। ২০২১ সালে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। প্রথমদিকে তফসিলি জাতি উপজাতিভুক্ত মহিলাদের জন্য হাজার টাকা এবং রাজ্যের অন্যান্য মহিলাদের জন্য ৫০০ টাকা করে দিত রাজ্য সরকার। পরে সেই টাকার অঙ্ক বাড়িয়ে যথাক্রমে ১২০০ এবং ১০০০ টাকা করা হয়েছে। এবার এই অঙ্ক বাড়িয়ে ২ হাজার টাকা করার আবেদন করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ।

স্বাভাবিকভাবেই জ্যোতির্ময় সিং মাহাতোর এই চিঠি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গেরুয়াশিবিরের অন্দরমহলে অনুদান বৃদ্ধির পক্ষে তাঁর সওয়াল করা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যদিও মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত একাধিক জনমুখী প্রকল্প প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। ‘কন্যাশ্রী’ বিশ্বের দরবারে উচ্চ প্রশংসিত। জুটেছে আন্তর্জাতিক স্বীকৃতিও। এদিকে ইতিমধ্যেই নতুন রেকর্ড ছুঁয়ে ফেলল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। নতুন বছর শুরু হওয়ার আগেই আরও ৫ লক্ষের বেশি মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার জন্য রাজ্য সরকারের খরচ বেড়ে হবে ৬২৫ কোটি টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের মোট উপভোক্তার সংখ্যা বেড়ে হবে ২ কোটি ২১ লক্ষ।




