Abhishek Banerjee চিকিৎসকদের ক্রমাগত কর্মবিরতির জেরে রোজই সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। সময়মতো মিলছে না চিকিৎসা। শুক্রবার আর জি কর হাসপাতালে বিনা চিকিৎসায় প্রাণ হারিয়েছেন কোন্নগরের এক ২৮ বছরের যুবক। কান্নায় ভেঙে পড়তে দেখা যায় তাঁর মা’কে। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন অভিষেক “কোন্নগরে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক কার্যত কোনও চিকিৎসা না পেয়ে মারা গেল। ৩ ঘণ্টা ক্রমাগত রক্তক্ষরণ হয় তাঁর। আরজি করের মর্মান্তিক ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতির জেরেই এই পরিণতি। আমি মানছি, জুনিয়র ডাক্তারদের প্রতিটি দাবি ন্যায্য। তাঁরা কোন-ও অন্যায় দাবি রাখেননি। কিন্তু আমার বিনীত অনুরোধ, পরিষেবা সচল রেখে আন্দোলন চলুক, লিখেছেন তিনি।
আরও পরুনঃ ডাক্তারদের কর্মবিরতির জের! – বিনা চিকিৎসায় আর জি করে প্রাণ গেল যুবকের, কান্নায় ভেঙে পড়লেন মা
পাশাপাশি, অভিষেক আরও লেখেন, “প্রতিরোধযোগ্য অবহেলার কারণে মৃত্যু হতে দেওয়া অপরাধযোগ্য হত্যাকাণ্ডের সমতুল্য। যদি প্রতিবাদ চালিয়ে যেতে হয়, তাহলে তা গঠনমূলকভাবে করা উচিত। সহানুভূতি ও মানবতার সঙ্গে, যাতে নিষ্ক্রিয়তা বা অবহেলার কারণে আর কোনও জীবন ঝুঁকির মধ্যে না পড়ে।”
লিঙ্কঃ https://x.com/abhishekaitc/status/1832098190142697735?t=Q6LdPxzMunzlu5JpkI61oA&s=19
সূত্রের খবর, শনিবার কোন্নগর যাবে তৃণমূল প্রতিনিধি দল। ইতিমধ্যেই নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।