Madhya Pradesh আরও একবার মধ্যযুগীয় বর্বরতা ও নারকীয়তার ছবি ফুটে উঠল বিজেপিশাসিত মধ্যপ্রদেশে। দেশজুড়ে মোদীর সাধের ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলিতে একের পর পর ঘটেই চলেছে নারীনির্যাতন ও ধর্ষণের নৃশংস ঘটনা। সেই তালিকাতেই এবার যোগ হল ইন্দোর। গত ১১ জুন ৩৪ বছর বয়সী এক মহিলাকে জোর করে গুদামে টেনে নিয়ে যায় ৫ যুবক। তাঁকে ভয় দেখিয়ে প্রায় আধ ঘণ্টা নগ্ন করে নাচানো হয় তাঁকে। তার পর মহিলাকে ধর্ষণ করে অভিযুক্তরা। টিভিতে যৌনতার ভিডিও দেখে ওই মহিলাকে অস্বাভাবিক যৌনতায় লিপ্ত হতে বাধ্য করা হয়। এই ঘটনায় কোনরকম ব্যবস্থা নেয়নি পুলিশ। এরপর মধ্যপ্রদেশ হাইকোর্টের দ্বারস্থ হন ওই মহিলা। ১৪ আগস্ট মধ্যপ্রদেশ হাইকোর্ট পুলিশকে নির্দেশ দেয়, অভিযোগ শুনে তিন মাসের মধ্যে মামলার তদন্ত শেষ করতে হবে। পুলিশ এফআইআর নিল সেই নির্দেশরও ১৯ দিন পর! ইতিমধ্যেই এ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সর্বত্র।
ঘটনায় তীব্র নিন্দায় সরব হয়েছে তৃণমূল। এরপরে প্রশ্ন উঠতে শুরু করেছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী কি পদত্যাগ করেছেন? বিজেপি কি এর বেলায় চোখে পর্দা পরে বসে রয়েছে? সেই রাজ্যে তো তাদের দল শাসনব্যবস্থার দায়িত্ব রয়েছে তাহলে সেখানে কেন এত অরাজকতা? প্রশ্ন তুলেছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এত গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও কেন পুলিশ এফআইআর নিতে গড়িমসি করল, কেনই বা মামলা দায়ের করার জন্য আদালতে যেতে হল নির্যাতিতাকে, তা নিয়েও সরব হয়েছে বিরোধীরা। উল্লেখ্য, এই ঘটনায় এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি কাউকেই।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1831634645248618558