Assam বিতর্কের কেন্দ্রে বিজেপিশাসিত আসাম। এবার উত্তর-পূর্বের এই ‘ডবল ইঞ্জিন’ রাজ্যে স্কুলের ক্লাসরুমের ভিতরেই ছাত্রীকে পর্নোগ্রাফি দেখতে বাধ্য করার অভিযোগ উঠল খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে! ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ জেলার পাথরকান্দি বিধানসভা এলাকার সোনাখিরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সরকারি বিদ্যালয়ে।
আরও পরুনঃ কোচবিহারে মহিলা তৃণমূল কর্মীর বাড়িতে আগুন! – অভিযোগের তির বিজেপির দিকে, চাঞ্চল্য এলাকায়
অভিভাবক ও স্থানীয়দের তুমুল বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে স্কুলে। জেলার পুলিশ সুপার পার্থ প্রতিম দাস জানিয়েছেন, গত ১২ আগস্টের ঘটনায় পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে।
লিঙ্কঃ https://x.com/ekhonkhobor18/status/1825480201473581362
এপ্রসঙ্গে নিগৃহীত ছাত্রীর অভিভাবক জানিয়েছেন, বাড়িতে জানাতে প্রথমে ইতস্তত বোধ করছিল তাঁদের মেয়ে। পরে তার মা’কে সবকিছু জানায় সে। প্রধান শিক্ষকের এহেন কুকীর্তির কথা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও স্থানীয়রা।

এরপর অভিযুক্ত শিক্ষকের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন। কোনওরকমে পালিয়ে যান অভিযুক্ত। এমন শিক্ষকের কাছে কী শিখবে পড়ুয়ারা? প্রশ্ন অভিভাবকদের। নিন্দার মুখে পড়েছে সে রাজ্যের সরকারও।
assam