ফের ধাক্কা গেরুয়া শিবিরে। এবার বিজেপি ছাড়লেন অরুণাচল প্রদেশের পাঁচবারের মুখ্যমন্ত্রী গেগং আপাং। মোদী-শাহের অগণতান্ত্রিক পদ্ধতিতে দল চালানোর প্রতিবাদে বিজেপি ছেড়েছেন বলে জানিয়েছেন আপাং। তাঁর এই সিদ্ধান্তে লোকসভা ভোটের আগে বিপদ বাড়ল বিজেপি। জানা গেছে, আগামী ১৯ জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেড সমাবেশে যোগ দিতে কলকাতায় আসছেন গেগং আপাং। আজ বুধবার সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন তিনি।
গেগং বিজেপি ছেড়ে কোন দলে যোগ দেবেন, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করেননি। ফলে আগামী শনিবার ব্রিগেডে যদি সে বিষয়ে কোনও নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেন, তা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। অবশ্য আপাং নিজেই বলেছেন, ‘আমি বিজেপির প্রাথমিক সদস্যপদ ছাড়লাম। এখন তৃণমূলস্তরের সমস্যা নিরসনের জন্য লড়াই চালাব’।
দল ছাড়ার পর বিজেপির বিরুদ্ধে তোপ দেগে গেগং আপাং অভিযোগ করেন, ‘কালিখো পুলকে মুখ্যমন্ত্রী পদে বসানোর জন্য বিজেপি নেতৃত্ব সমস্তরকম দূর্নীতির আশ্রয় নিয়েছিল। শীর্ষ আদালতের প্রতিকূল রায় স্বত্বেও পুনর্বার তাঁকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়েছিল’। এমনকি উত্তর পূর্ব ভারতে বর্তমান সরকার স্থাপনে বিজেপির শীর্ষ নেতৃত্ব কোনও ন্যায় নীতির ধার ধারেনি বলেও অভিযোগ করেন তিনি।
গেগং আপাংয়ের কথায়, ‘এখন ক্ষমতা দেখানোর মঞ্চ হয়ে গিয়েছে দল। যে গণতন্ত্র ও বিকেন্দ্রীকরণের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে অটলজিরা দল তৈরি করেছিলেন সেই আদর্শ এখন আর মেনে চলা হচ্ছে না’।