বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথেই হাঁটছে অন্যান্য রাজ্য। সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া তদন্ত করতে সেই রাজ্যে ঢুকতে পারবে না বলে সোচ্চার হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। দু’মাস আগে সেই পথে হেঁটেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এবার সেই একই পথে হাঁটল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সরকার। লোকসভা ভোট যত এগিয়ে আসবে কেন্দ্রের দমন পীড়ন ততই বাড়বে বলে আশঙ্কা বিরোধীদের৷ তাই কংগ্রেস পরিচালিত ছত্তিশগড় সরকারের এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতির বিশ্লেষকরা৷
কংগ্রেস নেতৃত্বাধীন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রের এনডিএ সরকারের আমলে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই সিবিআইকে আমরা রাজ্যে অনুমতি দিতে পারছি না। তাছাড়া আমরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কাজ করি। সেখানে সিবিআইয়ের যখন-তখন আসা আইনশৃঙ্খলাকে সমস্যায় ফেলে। এটার অর্থ এই নয় যে সিবিআইকে রাজ্যে ঢুকতে দেব না। তবে সিবিআইকে রাজ্যে আসতে গেলে অনুমতি নিয়েই আসতে হবে।’
রাজ্যের এই সিদ্ধান্ত ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। তাছাড়া সিবিআই দপ্তরে এখন যে উদ্ভূত সমস্যা তৈরি হয়েছে তাতে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ফলে এখন যদি আরও অন্যান্য রাজ্য এই সিদ্ধান্ত নিতে শুরু করে তাহলে চাপে পড়ে যাবে নরেন্দ্র মোদীর সরকার বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।