‘মোদী সরকারের কাজকর্ম দেখে বলা যায়, গঙ্গার হয়েছে হার্টের অসুখ। কিন্তু তার দাঁতের চিকিৎসা চলছে।’ বিজেপির আমলে গঙ্গার ঘাট বাঁধানো এবং সৌন্দর্যায়ন ছাড়া আর কোনও কাজই হয়নি বলে অভিযোগ করে এভাবেই তোপ দাগলেন দেশের প্রথম সারির নদী-বিশেষজ্ঞ রাজেন্দ্র সিংহ।
প্রধানমন্ত্রী হওয়ার পরেই গঙ্গা বাঁচাতে নানান আশ্বাস দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এমনকি একটি নতুন মন্ত্রকও তৈরি করেন তিনি। তার জন্য আলাদা অর্থ বরাদ্দ করা হয়। কিন্তু এরপরেও গঙ্গা বাঁচানো দূরের কথা, উল্টে বেড়েছে দূষণের পরিমাণ। এই ঘটনায় বেজায় চটেছেন ‘ওয়াটারম্যান অব ইন্ডিয়া’। ক্ষুব্ধ রাজেন্দ্র বলেন, বিস্তর টাকা খরচ করে একের পর এক বাঁধ দিয়ে গঙ্গার জলের অবিরাম প্রবাহ নষ্ট করা হয়েছে। মোদী সরকারের এইসব কাজকর্ম দেখে বলা যায়, গঙ্গার হয়েছে হার্টের অসুখ। কিন্তু তার দাঁতের চিকিৎসা চলছে।
প্রসঙ্গত, গঙ্গা বাঁচানোর ডাক দিয়ে তিন মাস আগে গোমুখ থেকে যাত্রা শুরু হয়েছে পরিবেশকর্মীদের। দীর্ঘ পথ পেরিয়ে সেই যাত্রীরা এবার এসে পৌঁছেছেন কলকাতায়। সাগরমেলার সময় গঙ্গাসাগরে সেই যাত্রা শেষ হবে। গঙ্গার ‘গঙ্গাপ্রাপ্তি’ রুখতে সভার আয়োজনও করছেন যাত্রীরা। গঙ্গা বাঁচাতে কী কী করণীয়, সেই বিষয়ে ওই সভা থেকে কেন্দ্রের উদ্দেশ্যে নির্দেশিকাও জারি করবেন তাঁরা।
উদ্যোক্তারা জানাচ্ছেন, পুণ্যার্থীরা মকরসংক্রান্তিতে সাগরসঙ্গমে ডুব দিয়ে পুণ্য অর্জন করতে আসেন। সেই জনসমাগমকে কাজে লাগিয়েই গঙ্গার দূষণ রোধের কাজ করতে চাইছেন তাঁরা। সেই সভায় একেবারে সামনে থাকছেন রাজেন্দ্র। পশ্চিমবঙ্গে ফরাক্কা থেকে গঙ্গাসাগর পর্যন্ত নদীর চেহারা পর্যবেক্ষণ করেছেন তাঁরা। দু’পাড়ের জনবসতি নিয়েও সমীক্ষা করা হয়েছে বলে জানা গেছে।