মারা গেলেন খাদ্য আন্দোলনের শহীদ নুরুল ইসলামের মা আছিয়া বিবি। আজ বুধবার ভোর সাড়ে চারটেয় উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে নিজ বাসভবনে মৃত্যু হয় তাঁর। আছিয়া বিবির প্রয়াণে শোকজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
এই শোকবার্তায় মুখ্যমন্ত্রী জানান, ‘১৯৫৯-এর খাদ্য আন্দোলনের শহীদ নুরুল ইসলমের মা আছিয়া বিবির প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। তিনি আজ ভোর সাড়ে চারটেয় স্বরূপনগরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ৭৯ বছর। প্রতি বছর একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশে সক্রিয় অংশগ্রহণ করতে এই অশতীপর মানুষটি অত দূর থেকে ছুটে আসতেন। তাঁর এই নিষ্ঠা আমাদের অনুপ্রেরণা যোগায়। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি’।
প্রসঙ্গত, খাদ্য আন্দোলনে শহীদ নুরুল ইসলামের মা আছিয়া বিবি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক ও শুভাকাঙ্ক্ষী। মমতাকে শুভেচ্ছা জানিয়ে বহুবার তিনি বলেছেন, ‘আর যেন কোনও ছেলের মাকে এমন কষ্ট করতে না-হয়। কোথাও যেন অশান্তি না-হয়। আমরা সম্মান পাইনি। কিন্তু মমতা আমাদের অনেক সম্মান দিয়েছেন। মমতা আরও বড় হোন! এদিন সেই আছিয়া বিবির প্রয়াণে শোকজ্ঞাপণ করলেন মুখ্যমন্ত্রী।