ভারতের কাছে অস্ট্রেলিয়ার পরাজয়ের পরই অজিদের বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অস্ট্রেলিয়ার দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুললেন সৌরভ গাঙ্গুলি। ভারতের প্রাক্তন অধিনায়ক টুইট করে সমালোচনা করেন, ‘যতগুলো দেখেছি, তার মধ্যে অস্ট্রেলিয়ার এই দলটা সবচেয়ে খারাপ।’ এই বক্তব্য টুইট করার পাশাপাশি স্টিভ ওয়ার ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিন শটও টুইট করেন সৌরভ। যে পোস্টে স্টিভ ওয়া, সিডনি টেস্টের ব্যাটিং অর্ডার কী হওয়া উচিত, তার আভাস দিয়েছেন। রবিবার মেলবোর্নের তৃতীয় টেস্টে জেতার পর আপাতত সিরিজে ২-১ এগিয়ে ভারত। চার টেস্টের সিরিজের শেষতমটি শুরু হতে চলেছে সিডনিতে। এসসিজি-তে অস্ট্রেলিয়া দল কেমন হতে পারে তা জানিয়েছেন স্টিভ। তাঁর বাছাই করা দলে রয়েছেন- মার্কাস হ্যারিস, শন মার্শ, উসমান খাওয়াজা, ট্র্যাভিস হেড, টিম পেন, মার্নাস লাবুচাগনে, মিচেল মার্শ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নেথান লায়ন ও জস হ্যাজেলউড।
সৌরভ যখন এমন কথা বলছেন, তখন লক্ষ্মণ মজে আছেন বুমরায়। তুলনা করলেন ওয়াসিম আক্রামের সঙ্গে। লক্ষ্মণ বলেছেন, ‘বুমরাকে দেখে সবচেয়ে যেটা ভাল লাগল, তা হল ও একবারও নিয়ন্ত্রণ হারায়নি। এর থেকেই প্রমাণিত ও কতটা পরিশ্রম করেছে ফিট থাকার জন্য। ও কতখানি দক্ষ। ওকে দেখলে আক্রামের কথা মনে পড়ে। ক্রিকেট জীবনে আমি যত বোলারের বিরুদ্ধে খেলেছি, তার মধ্যে আক্রামকে সামলানোটা ছিল সবচেয়ে কঠিন। আক্রামের বলে যে পরিমাণে বৈচিত্র্য থাকত, যে পরিমাণ নিয়ন্ত্রণ থাকত, তার কোনও তুলনা নেই। আক্রামের মতোই বুমরার বলে বৈচিত্র্য আছে।’ বুমরার ধারে–কাছে যে এখন কেউ নেই, সে–কথাও স্পষ্ট করে জানিয়েছেন লক্ষ্মণ, ‘বুমরা শুরু থেকে জানে কোথায় বল রাখতে হবে। ’