সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের ‘রহস্যমৃত্যু’র ঘটনায় সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে বিভাগীয় তদন্তের রিপোর্ট আদালতে পেশ করার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। এই ঘটনার পরবর্তী শুনানি হবে সেদিনই। এদিকে, ১২ ডিসেম্বরের ‘হুঁশিয়ারি’র প্রসঙ্গ উল্লেখ করে লালন শেখের মৃত্যুর ঘটনায় শুভেন্দু অধিকারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তৃণমূলের।
সিবিআই বৃহস্পতিবার হাই কোর্টে জানায়, লালন শেখের মৃত্যু দুর্ভাগ্যজনক। সিবিআইয়ের আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিআইডি। আমরা এই তদন্তে ভরসা রাখতে পারছি না। প্রতিনিয়ত স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে লালনের। মৃত সুস্থ ছিলেন। এটি আত্মহত্যার ঘটনা। কিন্তু খুনের ধারায় মামলা রুজু হয়েছে। পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিভাগীয় তদন্ত চলছে, সেই রিপোর্ট আদালতে পেশ করতে চাই।
পাশাপাশি রাজ্যের বক্তব্য, ‘সিবিআইয়ের তদন্তে আমরা বাধা দিচ্ছি না। হেফাজতে মৃত্যু হলে তার তদন্ত কে করবে? অন্য তদন্তের সঙ্গে এই তদন্তের কোন সম্পর্ক নেই’। দু’পক্ষের সওয়াল জবাব শেষে হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে বিভাগীয় তদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে হবে সিবিআইকে।