বিরোধী, অর্থনীতিবিদ, বিশেষজ্ঞরা আগেই নোটবন্দীর তীব্র সমালোচনা করেছিলেন। এবার নোটবন্দী নিয়ে বিরক্তির সুর ব্যাঙ্কিং শিল্পের গলাতেও। কোটাক মহীন্দ্রা ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর উদয় কোটাক স্পষ্ট জানিয়ে দিলেন, ‘সরকারের ওই পদক্ষেপের পদ্ধতিই ছিল ভুল। যার ফল সবচেয়ে বেশি ভুগতে হয়েছে ছোট ও মাঝারি উদ্যোগকে’। তাঁর প্রশ্ন, ‘বড় অঙ্কের নোট বাতিল করারই যখন সিদ্ধান্ত নেওয়া হল, তা হলে ২০০০ টাকার নোট চালু করা হল কেন?’ উদয় কোটাকের মতে, ‘পদক্ষেপের আগে আঁটঘাট বেঁধে পরিকল্পনা করলে নোটবন্দির ফল ভালও হতে পারত’।
কোটাক মহীন্দ্রা ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর উদয় কোটাক দেশের ব্যাঙ্কিং শিল্পে পরিচিত মুখ। নগদের সমস্যায় জর্জরিত আইএল অ্যান্ড এফএস-কে ঘুরিয়ে দাঁড় করাতে তাঁর উপরেই নির্ভর করে রয়েছে খোদ নরেন্দ্র মোদী সরকার। তাই তাঁর এহেন বক্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কোটাক বলেন, ‘নোটবন্দির ফলে সবচেয়ে সমস্যায় পড়তে হয়েছে ছোট ও মাঝারি শিল্পকে। ঋণ পেতে এখনও সমস্যা হচ্ছে তাদের।’
এর আগে অর্থ মন্ত্রকের প্রাক্তন মুখ্য উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম বলেছিলেন, নোটবন্দি এক বিশাল, নির্মম ধাক্কা। তা যে আর্থিক বৃদ্ধি কমার অন্যতম কারণ, তা জানিয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। আরও কড়া ভাষায় আক্রমণ করে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেছিলেন, এটি কার্যত পরিকল্পিত লুঠ, সাধারণ মানুষের টাকা তছরুপের সামিল। এই সমালোচনাতেই আলাদা মাত্রা যোগ করলেন কোটাক।