ক্রিকেট কেরিয়ার শেষ করার একদিন আগে তাঁর ব্যাটে এল সেঞ্চুরি। এটাই তাঁর শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। আগেই জানিয়ে দিয়েছিলেন দিল্লির হয়ে মধ্যে প্রদেশের বিরুদ্ধে খেলেই তিনি শেষ করবেন পেশাদার ক্রিকেট জীবন। কিন্তু তা যে তিনি এ ভাবে সাফল্যের সঙ্গেই করতে পারবেন সেটা হয়তো নিজেও ভাবেননি গৌতম গম্ভীর। দেশের হয়ে অনেক সাফল্য নিয়েছে তাঁর ব্যাট। রাজ্যের হয়ে, ফ্র্যাঞ্চাইজির হয়ে তাঁর সাফল্যের খতিয়ান অনেকটাই দীর্ঘ। ভারতের হয়ে ৫৮ টেস্টে তিনি করেছেন ৪১৫৪ রান। ১৪৭টি ওডিআই-এ করেছেন ৫২৩৮ রান। ৩৭টি টি২০তে করেছেন ৯৩২ রান। সঙ্গে রয়েছে ভারতের দুটো বিশ্বকাপ ফাইনাল জয়ের পিছনে সর্বোচ্চ রানের অবদান। তবুও গৌতম গম্ভীর মনে করেন, তাঁর কেরিয়ার সম্পূর্ণ নয়। তিনি মনে করেন তাঁকে খেসারত দিতে হয়েছে সত্য কথা বলার।
গম্ভীর বলেন, ‘‘দেখুন আমি সাধু নই। কিন্তু আমাদের সিস্টেমে এমন কিছু ঘটে যা ভয়ঙ্কর। আমি সব সময় সেগুলোর বিরুদ্ধো সোচ্চার হয়েছি। এবং আমার অসম্পূর্ণ কেরিয়ার দিয়ে সেটা চোকাতে হয়েছে।”
শেষ হয়ে গেল গৌতম গম্ভীরের হাত ধরে একটা যুগের। তবে তার আফশোস নেই এটা যেনে তাঁর অনেক শত্রু কারন তিনি দিনের শেষে শান্তিতে ঘুমোতে পারেন।
গম্ভীর বলেন, ‘‘এটা শুধু ক্রিকেট সিস্টেমের বিষয় নয় আমাদের সোসাইটিই আয়নার সামনে দাঁড়াতে চায় না। আমরা যে বাবে চলছি সে ভাবেই চলতে চাই। কেউ বাস্তবতার মুখোমুখি হতে চায় না। আমার এই সবে দম বন্ধ হয়ে আসে।”
তিনি আরও বলেন, ‘‘আমি অন্যায় সহ্য করতে পারি না। আমার কাছের লোকেরা আমাকে কূটনীতিক হতে বলে। কিন্তু আমি সেটা একদমই নই। আমি জানি আমি অনেক শত্রু বানিয়ে ফেলেছি। কিন্তু আমি শান্তিতে ঘুমোতে পারি।”
২০১৭ সালের কোচ কেপি ভাস্করের সঙ্গে চূড়ান্ত ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন গৌতম গম্ভীর। তিনি বলেছিলেন, প্রাক্তন কোচ জুনিয়র ক্রিকেটারদের কেরিয়ার খারাপ করছেন।
এরকম অনেক ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে সোচ্চার হয়েছেন গৌতম গম্ভীর। শিকার হয়েছেন ভুল বোঝাবুঝিরও। যেমন উদাহরণ দিয়ে গম্ভীর বলেন, ‘‘যদি আমি বলি একজন ক্যাপ্টেন ততটাই ভাল যতটা তাঁর দল। কিন্তু মিডিয়া এবং সংবাদমাধ্যম ধরে নেবে আমি এমএস ধোনিকে নিয়ে বলছি।”
‘‘আমি কেকেআর ও দিল্লি দলের হয়ে এই কথা একাধিকবার বলেছি। কিন্তু এই সমালোচকরাই তখন সেটাকে পাত্তা দেয়নি। এই সব ভুল বোঝাবুঝি আমার কেরিয়ারের ক্ষতি করেছে অনেক।”
এর পর কী করবেন এখনও জানেন না। ভাবেনওনি। বলেন, ‘‘এখনই ভাবার সময় আসেনি। আমি জানি কিছু পরিবতর্ন আসবে তবে সেটা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দেখা যাক কী হয়।”
(সংগৃহীত)