আবারও স্ট্রং রুমের বদলে রাস্তাতেই পড়ে রইল ‘অনাথ’ ইভিএম মেশিন! এবং তা ভোট গ্রহণের পরেই। শুক্রবার রাজস্থানের বারান জেলার কিষাণগঞ্জ বিধানসভা এলাকার শাহাদাবাদের এই ঘটনা নিয়ে আবারও রীতিমতো হইচই পড়ে যায় দেশজুড়ে।
শুক্রবার ছিল রাজস্থান এবং তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর সন্ধেবেলা রাস্তার মাঝখানে ওই ইভিএম মেশিনটি পড়ে থাকতে দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়তেই আবারও সমালোচনার ঝড় ওঠে। বিরোধীরা বারবারই ইভিএম নিয়ে যে অভিযোগ জানিয়ে আসছে, ওদিনের ঘটনা আবারও তাকেই মান্যতা দিল।
তবে ঘটনার দায় ঝেড়ে ফেলতে আবারও সাফাই গেয়েছে নির্বাচন কমিশন। তাদের দাবি, ভোটগ্রহণের জন্য নাকি ওই ইভিএমটি ব্যবহৃত হয়নি। তা রিজার্ভ হিসেবেই রাখা ছিল। ট্র্যাকে করে নিয়ে যাওয়ার সময় কোনওভাবে হয়ত সেটি রাস্তায় পড়ে গিয়েছে। আপাতত সেটিকে উদ্ধার করে স্ট্রংরুমে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তবে এই ঘটনায় ইতিমধ্যেই আবদুল রফিক এবং নওয়াল সিং পাটওয়ারি নামে দুই আধিকারিককে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। তাঁদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠেছে যদি ট্র্যাক থেকেই পড়ে গিয়ে থাকে ইভিএম মেশিনটি, তবে রাতারাতি দুই আধিকারিককে সাসপেন্ড করা হল কেন? এ নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছে কমিশন। তবে সমালোচনায় মুখর বিরোধী দলগুলি।