বাঙালির ঘরে ঘরে একজন শিল্পীর জন্ম হয়ে থাকে। কেউ লড়াই করে এগিয়ে যায়, কেউ বা হাল ছেড়ে দেয়। গানের জগতে নতুন শিল্পীর খোঁজে তারা টিভির নতুন অনুষ্ঠান তারার খোঁজে তারা আসতে চলেছে। চলতি মাসের ১৩ ও ১৪ তারিখ অডিশন হবে। অডিশনে বিচারক হিসেবে থাকবেন- হৈমন্তী শুক্লা, শুভেন্দু মাইতি, শ্রাবনী সেন, অভিজিৎ বসু, প্রবুদ্ধ রাহা, গৌতম ঘোষাল।
