আরো একবার দেশের গন্ডী পেরিয়ে বিদেশে সাফল্যের মুখ দেখতে চলেছে বাংলা৷ ব্রিটেনের পাউন্ডে বসতে চলেছে এক বঙ্গসন্তানের মুখ! শুনতে অবাক লাগলেও এমন সম্ভাবনার কথা মোটেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না! বরং তেমন সম্ভাবনাই বেশ উজ্জ্বল হয়ে উঠছে। তাও যে কেউ নন। বাংলার গর্ব বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু৷
সম্প্রতি ব্যাঙ্ক অফ ইংল্যান্ড জানায়, ২০২০ সালে ৫০ পাউন্ডের নতুন নোট বাজারে আনতে চলেছে তারা। ওই নোটে ব্রিটেনের রানি নয়, বসানো হবে কোনও বিজ্ঞানীর মুখ। এর জন্য নাম প্রস্তাব করার আহ্বান জানায় তারা। শর্ত হিসেবে দু’টি বিষয় বলা হয়। প্রথম, তাঁকে বিজ্ঞানী হতে হবে। দ্বিতীয়, ব্রিটেনের বিজ্ঞান সংক্রান্ত গবেষণায় তাঁর উল্লেখযোগ্য ভূমিকা থাকতে হবে। সোমবার ব্যাঙ্কের তরফে জানানো হয়, এখনও পর্যন্ত ১ লাখ ৭৪ হাজার ১১২ বিজ্ঞানীর নাম প্রস্তাব হিসেবে পাঠানো হয়েছে তাদের। সেই তালিকায় রয়েছে উদ্ভিদের প্রাণ চিনিয়ে গোটা বিশ্বে সমাদৃত বাঙালী বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর নাম৷
তবে এই ‘লড়াই’য়ে বিজ্ঞানী বসুর প্রতিদ্বন্দ্বীদের তালিকাও বেশ তারকা-খচিত। তাঁর সরাসরি ‘সংঘাত’ মহাকাশ বিজ্ঞানী স্টিফেন হকিং-এর সঙ্গে। তালিকায় রয়েছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারও। তবে রাজনীতিক হিসেবে নয়, রাজনীতির ময়দানে আসার আগে রসায়নে তাঁর অবদানের জন্য। টেলিফোনের আবিষ্কর্তা অ্যালেকজান্ডার গ্রাহাম বেলও রয়েছেন প্রতিযোগিতায়।
তবে, এটি একেবারেই প্রাথমিক তালিকা। এখনও বাছাই পর্ব শুরু হয়নি। ১৪ ডিসেম্বরের পর ব্যাঙ্ক কর্তৃপক্ষ নামগুলি নিয়ে ভাবনা-চিন্তা শুরু করবে।