মেয়র পদে শপথ নেবেন আগামী ৩ ডিসেম্বর৷ কিন্তু তার আগে থেকেই কাজে নেমে পড়েছেন পুরমন্ত্রী তথা কলকাতার ভাবি মেয়র ফিরহাদ হাকিম৷ গতকালই শহরকে আবর্জনা মুক্ত রাখতে এই সংক্রান্ত একটি আইন সংশোধন করেছেন তিনি৷ বিধানসভায় নিজের ঘরে বসে তিনি জানিয়েছেন, ‘আমাকে ফুল-মিষ্টি দিতে হবে না, বরং রাজ্যের উন্নয়ন তরান্বিত করতে সেই টাকা ত্রাণ তহবিলে দিন৷’
ঘটনার সূত্রপাত শুক্রবার থেকে৷ তিনিই যে কলকাতার ভাবি মহানাগরিক তা ঘোষণা হওয়ার পর থেকেই ফিরহাদ হাকিমের বাড়িতে নামে মানুষের ঢল৷ সকলে ফুল মিষ্টি উপহার নিয়ে দেখা করতে আসেন তাঁর সঙ্গে। যদিও তিনি নিরাশ করেননি কাউকেই। সকলের সঙ্গেই দেখা করেছেন৷ তবে তিনি এ-ও বলেছেন, ‘মানুষের এত সমর্থনে তিনি আপ্লুত৷ কিন্তু তার খারাপও লাগছে, কারণ পরের দিন প্রায় এক লরি ফুল নষ্ট হয়ে গেছে৷
তাই তাঁর দাবি, ‘আমাকে উপহার দিতে হবে না শুধু সমর্থনটুকু দিন৷’ তিনি মানুষের কাছে আবেদন করেছেন ওই টাকা যেন সকলে মেয়র ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেন তাহলে তা গরিবদের সাহায্যের কাজে খরচ করা হবে৷ এমন অনেক মানুষ যারা অর্থাভাবে চিকিৎসা করতে পারেন না। এতে তাদের অনেকটা সহায়তা করা হবে৷
উন্নয়ন প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘বৃষ্টির জল রাস্তায় যাতে না জমে তার জন্য ক’টি খাল সংস্কার করতে হবে৷ বস্তিতে আরো পরিষেবা পৌঁছে দিতে হবে’৷ জনদরদি নেতা বলে ইতিমধ্যেই খ্যাত ফিরহাদ হাকিম, এবার মহানাগরিক হিসাবে নতুন দায়িত্বেও সাফল্য দেখার জন্য আগ্রহী বাংলার জনগণ৷’
ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মেয়র নির্বাচনের প্রস্তুতি৷ মেয়র নির্বাচনের পর মেয়র পারিষদও ঠিক হবে৷ নতুন ডেপুটি মেয়র হয়েছেন অতীন ঘোষ৷ তিনি জানিয়েছেন, ‘পুরসভায় অনেক কাজ করার আছে৷ মুখ্যমন্ত্রী বাংলার উন্নয়নে সর্বদা নিয়োজিত৷ তিনি চান কলকাতা পুরসভা আরো ভালো কাজ করুক৷’